NAV হল নেট সম্পদ মূল্য। একটি শেয়ারের প্রকৃত দাম কত হওয়া উচিত তা NAV ধারনা দেয়। একটি কোম্পানির শেয়ার প্রতি কতো টাকার সম্পদ আছে তা জানতে পারবেন NAV দেখে।
NAV যেভাবে হিসাব করা হয়ঃ
NAV = (মোট সম্পদের মূল্য – মোট দায়বদ্ধতা) ÷ মোট শেয়ারের সংখ্যা
দায়বদ্ধতা বলতে বুঝায় কোম্পানিটি কতটুকু ঋনি বা কি পরিমাণ ঋন রয়েছে।
উদাহরণস্বরুপ, একটি কোম্পানির মোট সপমত্তির মূল্য ১০০০০০ টাকা। কোম্পানিটির ঋনের পরিমান ২০০০০ টাকা এবং কোম্পানিটির বর্তমানে ১০০০ টি শেয়ার রয়েছে। তাহলে NAV হবে,
(১০০০০০ – ২০০০০) ÷ ১০০০ = ৮০ টাকা