Categories
জিজ্ঞাসা

Doji Candlestick Pattern

Doji পরিচিতি, গঠন,অর্থ

Doji পরিচিতি :

ডজি হচ্ছে একটি নির্দিষ্ট ক্যান্ডেল এর মাধ্যমে গঠিত এক ক্যান্ডেল বিশিষ্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটি মুলত গঠিত হয় যখন মার্কেটে অবস্থিত Buyer কিংবা Seller এর কেউই প্রাইস এর নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিতে পারেন না। অর্থাৎ, যদি ক্যান্ডেল এর হিসাবে বলি তাহলে ক্যান্ডেলটির ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস হবে একই সমান।

এই ধরনের ক্যান্ডেলটির বডির আকার থাকে না যেটি বোঝায় মার্কেট এর নিয়ন্ত্রণ বাইয়ার কিংবা সেলার কারও কাছে নেই।

ক্যান্ডেল এর উপরে এবং নিচে বিদ্যমান দাগ কিংবা Shadow এর উপর নির্ভর করে এই Doji ক্যান্ডেলগুলো দেখতে অনেকটা cross, inverted cross কিংবা a plus sign এর মতন দেখায়। নিচের ছিবিটি দেখে বোঝার চেষ্টা করুন।

Doji ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি মুলত নিউট্রাল পজিশন এর মার্কেট এর অবস্থান বোঝায়। এটি অন্যান্য ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর সাথেও মাঝে মাঝে কাজ করে এবং খুব সহজেই আপনি চার্টে এটি খুঁজে পেতে পারবেন সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

গঠন:

তবে চার্টে এটি খুঁজে নেয়ার পূর্বে অবশ্যই এর কিছু বিদ্যমান লক্ষন কিংবা চিহ্ন সম্পর্কে জানতে হবে। তাহলে চলুন এর গঠন সম্পর্কে কিছু তথ্য জেনে নেয়া যাকঃ

  • ক্যান্ডেলটির ওপেন এবং ক্লোজ প্রাইস হবে একে অন্যের সমান কিংবা প্রায় কাছাকাছি। যার কারনে ক্যান্ডেলটির বডির আকার থাকবে না কিংবা থাকলেও হবে খুবই ছোট।
  • ক্যান্ডেলটির উপরে এবং নিচে অবশ্যই দাগ কিংবা shadow থাকবে কিংবা দুই দিকেই এটি থাকতে পারে।

ক্যান্ডেলটির মাঝখানে যেই দাগ অর্থাৎ horizontal line যেটি থাকবে এটি হবে মুলত হবে ক্যান্ডেল এর ওপেনিং এবং ক্লোজিং প্রাইস একই লেভেলে থাকার কারনে।

অন্যদিকে, ক্যান্ডেল উপর থেকে নিচের দিকে যেই দাগ অর্থাৎ vertical line সেই বোঝায়, ওই টাইমফ্রেমে প্রাইস রেঞ্জ কি পরিমাণ ছিল সেটি। অনেকটাই হচ্ছে, যদি ধরে নেই H1 টাইমফ্রেম তাহলে এই টাইমফ্রেমে সর্বাধিক এবং সর্বনিম্ন প্রাইস এর রেঞ্জ কি ছিল সেটি বোঝায়।

অর্থ:

Doji ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি মার্কেটে প্রাইস এর সন্দিহান একটি আচরন সম্পর্কে ইঙ্গিত প্রদান করে যেখানে বাইয়ার কিংবা সেলার এর কেউই প্রাইসকে নিজেদের নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়না যার ফলে চার্টে ক্যান্ডেলটি একবার উপরে এবং একবার নিচে মুভ করতে থাকে এবং শেষ হয় ক্যান্ডেল এর ওপেন প্রাইস এর কাছে এসে। যার কারনে এই ক্যান্ডেল এর বডির আকার হয় অনেক ছোট কিংবা অনেক সময় থাকেও না।

নির্দিষ্ট টাইমফ্রেমে প্রাইস ক্রমশ একাধিকবার বাই এবং সেল এর হিসাবে মুভ করলেও ক্যান্ডেলটি ক্লোজ হয় এর ওপেন প্রাইস এর ঠিক কাছে এসেই।

মার্কেট প্রাইস যখন ট্রেন্ডিং পজিশন অর্থাৎ প্রাইস যখন নির্দিষ্ট ট্রেন্ড এর মধ্যে থাকে তখন সাধারনত Doji প্যাটার্ন দেখা যায় না। এটি মুলত হয় যখন প্রাইস সাইডওয়ে ট্রেন্ডে থাকে কিংবা একটি নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যে ঘুরতে থাকে তখন।

যদি এমন হয়, প্রাইস আপট্রেন্ডে যেয়ে কিছুখন পর এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে যেটি তখন বোঝায়, প্রাইস এর নিয়ন্ত্রণ-মার্কেটে অবস্থিত Buyer এর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ, বাইয়ার তাদের ক্ষমতা হারাচ্ছে

অন্যদিকে, যদি এমন হয়, প্রাইস ডাউনট্রেন্ডে যেয়ে কিছুখন পর এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে যেটি তখন বোঝায়, প্রাইস এর নিয়ন্ত্রণ-মার্কেটে অবস্থিত Seller এর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ, সেলার তাদের ক্ষমতা হারাচ্ছে

What is Doji candlestick? How to identify Doji candlestick
Categories
জিজ্ঞাসা

Bullish | বুল্লিশ কি?

“Bullish” হচ্ছে ট্রেডিং এর ভাষায় একটি টার্ম যার অর্থ ট্রেডার যখন কোনও কারেন্সি পেয়ার কিংবা কোনও ট্রেডিং ইন্সট্রুমেন্ট এর প্রাইস আপ কিংবা ঊর্ধ্বমুখী প্রবনতার মধ্যে থাকবে সেটি ধরে নেন। অর্থাৎ,

আপনি যদি কোনও কারেন্সি পেয়ারের Bullish পজিশন চিন্তা করেন এর অর্থ হচ্ছে আপনি ধরে নিচ্ছেন প্রাইস আরও বৃদ্ধি পাবে।

Bullish Market হচ্ছে যখন প্রাইস আপট্রেন্ড এর মধ্যে থাকে তখন প্রাইস ক্রমশ higher high এবং higher low ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করতে থাকে।

অর্থাৎ আপনি যদি কোনও কারেন্সি পেয়ার এর Bullish পজিশন চিন্তা করেন যার অর্থ হচ্ছে আপনি কারেন্সি পেয়ারটির পজিটিভ পজিশন ধরে নিচ্ছেন। যদি উধারহন হিসাবে বলি, ধরুন আপনি মনে করলেন EURO বুল্লিশ পজিশনে রয়েছে অর্থাৎ আপনি ধরে নিচ্ছেন EUR ক্রমশ শক্তিশালী হতে থাকবে।

দেশের সেরা শেয়ার মার্কেট এনালাইসিসএক্সপেরিয়েন্স করুন এবং আকর্ষণীয় সব ফিচার ও অফার উপভোগ করতে StockNow সাথেই থাকুন।  আমাদের হেল্প লাইনে যোগাযোগ করুন এই নাম্বারে 0160 999 8469 ধন্যবাদ

Categories
জিজ্ঞাসা

Harami Candlestick Pattern ,গঠন প্রকৃতি চিনার উপায় ,Bullish Harami,Bearish Harami অর্থ,বৈশিষ্ট্য

এটি দুই ক্যান্ডেল বিশিষ্ট একটি জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটির ১ম ক্যান্ডেলটি হবে একটি বড় ক্যান্ডেল এবং ২য় ক্যান্ডেলটি হবে ছোট আকারের যেটি অবস্থান হবে ১ম ক্যান্ডেল এর মাঝ বরাবর। ২য় ক্যান্ডেলটির এর অবস্থান হবে এরকম যাতে করে ১ম ক্যান্ডেলটিকে যদি ২য় ক্যান্ডেলটির উপরে রাখা হয় রাহলে তাহলে এটি দেখা যাবে না।


Harami হচ্ছে একটি জাপানিজ শব্দ যেটির ইংরেজি অর্থ হচ্ছে “conception” কিংবা “pregnant” অর্থাৎ বাংলায় যার অর্থ হচ্ছে “গর্ভধারণ”

এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর ১ম ক্যান্ডলটিকে বলা হয় “Mother” যেটির আকার হবে বড় এবং এটি পরের ক্যান্ডেলটিকে নিজের মধ্যে ধারন করার ক্ষমতা রাখে। এর জন্য এটিকে বলা হয় “pregnant mother”

প্যাটার্ন এর ২য় ক্যান্ডেলটি হতে পারে একটি Spinning Top কিংবা Doji ক্যান্ডেল।

গঠন প্রকৃতি

Harami ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দুই ভাগে ভাগ করা যায়।

  1. Bullish Harami: এটি একটি বুল্লিশ রিভার্সাল প্যাটার্ন যেটি ডাউনট্রেন্ড এর পর সংগঠিত হয়।
  2. Bearish Harami: এটি একটি বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন যেটি আপট্রেন্ড এর পর সংগঠিত হয়।

চিনার উপায়

চার্টে এই চার্ট প্যাটার্নটি খুঁজে নেয়ার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। চলুন সেগুলো জেনে নেয়া যাকঃ

  • ক্যান্ডেলটি যেকোনো একটি ট্রেন্ডে অবস্থান করবে। সেটি আপট্রেন্ড কিংবা ডাউনট্রেন্ড যেকোনোটিই হতে পারে।
  • প্যাটার্ন এর ১ম ক্যান্ডেলটি হবে ট্রেন্ড এর দিকে। অর্থাৎ, যদি আপট্রেন্ডে এই প্যাটার্নটি গঠিত হয় তাহলে ১ম ক্যান্ডেলটি হবে বুল্লিশ কিংবা Buy ক্যান্ডেল অন্যদিকে, ডাউনট্রেন্ডে হলে – বেয়ারিশ কিংবা Sell ক্যান্ডেল।
  • ২য় ক্যান্ডেলটি আকারে হবে ছোট যাতে করে ১ম ক্যান্ডেলটি এটিকে সম্পূর্ণরূপে ঢেকে দিতে পারে।এটি বুল্লিশ কিংবা বেয়ারিশ যেকোনো ক্যান্ডেল হতে পারে।

Bullish Harami

  • প্রাইস ডাউনট্রেন্ডে থাকবে।
  • প্যাটার্ন এর ১ম ক্যান্ডেলটি হবে একটি বড় বেয়ারিশ কিংবা Sell ক্যান্ডেল
  • প্যাটার্ন এর ২য় ক্যান্ডেলটি হবে একটি ছোট বুল্লিশ কিংবা Buy ক্যান্ডেল

Bearish Harami

  • প্রাইস আপট্রেন্ডে থাকবে।
  • প্যাটার্ন এর ১ম ক্যান্ডেলটি হবে একটি বড় বুল্লিশ কিংবা Buy ক্যান্ডেল
  • প্যাটার্ন এর ২য় ক্যান্ডেলটি হবে একটি ছোট বেয়ারিশ কিংবা Sell ক্যান্ডেল

অর্থ

মুলত harami ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হচ্ছে একটি রিভার্সাল প্যাটার্ন যেটি ট্রেন্ডের শেষ এর দিকে গঠিত হয়ে থাকে। যেটি মুলত দুই ক্যান্ডেল বিশিষ্ট একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই প্যাটার্ন এর ২য় ক্যান্ডেলটি বুল্লিশ কিংবা বেয়ারিশ যেকোনোটি হতে পারে। তবে প্রায়ই দেখা যায়, ২য় ক্যান্ডেলটি-১ম ক্যান্ডেলের বিপরীতমুখী হয়। তবে সবসময়ই এরকম হবে সেটি নয়।

মুল বিষয় হচ্ছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি ট্রেন্ড এর দিকে সংগঠিত হয়েছে কিনা সেটি।

এক্ষেত্রে মনে রাখবেন, যদি এই প্যাটার্নটি চার্টে  সাপোর্ট-রেসিস্টেন্স কিংবা ট্রেন্ডলাইন এর কাছাকাছি অবস্থান করে তাহলে শক্তিশালী সিগন্যাল প্রদান করে থাকে।

এটি যখন কোনও ডাউনট্রেন্ড এর দিকে সংগঠিত হয় তাহলে এটি একটি বুল্লিশ কিংবা Buy সিগন্যাল প্রদান করে।

এটি যখন কোনও ডাউনট্রেন্ড এর দিকে সংগঠিত হয় তাহলে এটি একটি বুল্লিশ কিংবা Buy সিগন্যাল প্রদান করে।

Categories
জিজ্ঞাসা

ইনভার্টেড হ্যামার (Inverted Hammer) প্যাটার্ন ,পার্থক্য,গঠন Inverted Hammer এর ব্যবহার

Inverted Hammer প্যাটার্ন

এটি ট্রেডারদের কাছে খুবই জনপ্রিয় একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মুলত একটি ক্যান্ডেল এর মাধ্যমে এই প্যাটার্নটি গঠিত হয় এবং খুব সহজে এই প্যাটার্ন চার্টে খুঁজে পাওয়া যায়।

এটি একটি বুল্লিশ রিভার্সাল ট্রেন্ড কিংবা সহজ অর্থে যদি বলি আপট্রেন্ড এর নির্দেশ প্রদান করে থাকে।

প্রাইস যখন চলমান ডাউনট্রেন্ড এর মধ্যে অবস্থান করে তখন মুলত এই চার্ট প্যাটার্নটি গঠিত হতে দেখা যায়। মুলত প্রথমে ক্যান্ডেলটি ডাউনট্রেন্ডের দিকে যেতে থাকে এবং তখন মার্কেটে নতুন করে Buyer এর আধিক্য বেড়ে যায়। তখন যেই ক্যান্ডেলটি ডাউনট্রেন্ডে শুরু হয়েছিল সেটি পুনরায় বাউন্স করে উপরের দিকে উঠতে শুরু করে এবং ক্লোজ হয়, ক্যান্ডেল এর ওপেনিং প্রাইস এর উপরে।

ক্যান্ডেলটি যেকোনো অর্থাৎ, বুল্লিশ কিংবা Buy অথবা বেয়ারিশ কিংবা Sell যেকোনোটিই হতে পারে। যার সিগন্যাল একই রকমের প্রদান করে।

পার্থক্য

তবে আরও একটি প্যাটার্ন রয়েছে যেটি আপনাদের সাথে এর আগে আলচনা করেছি আমরা। এটির নাম হচ্ছে Hammer ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। Hammer এবং Inverted Hammer ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর মধ্যে পার্থক্য হচ্ছে,

  • hammer প্যাটার্নটি তে, ক্যান্ডেল এর বিদ্যমান বডি এর নিচে লম্বা দাগ কিংবা shadow থাকে 
  • inverted hammer প্যাটার্নটি তে, ক্যান্ডেল এর বিদ্যমান বডি এর উপরে লম্বা দাগ কিংবা shadow থাকে।

অন্যদিকে, Inverted Hammer এর বেয়ারিশ অর্থাৎ, যেটি রিভার্সাল ডাউনট্রেন্ড এর সিগন্যাল প্রদান করে সেটিকে বলা হয় Shooting Star ক্যান্ডেলস্টিক প্যাটার্ন।

একটি শক্তিশালী ডাউনট্রেন্ড এর পর, যখন এই Inverted Hammer প্যাটার্ন দেখা যায়, তখন এটি মুলত বোঝায় প্রাইসের নিয়ন্ত্রণ seller এর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং যেকোনো সময়ই প্রাইস উপরের দিকে উঠে আসতে পারে।

গঠন

চার্টে এই প্যাটার্নটি খুঁজে নেয়ার আগে প্রথমে এর কিছু লক্ষন সম্পর্কে আমাদের পরিচিত হতে হবে।

  • ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি অবশ্যই ডাউনট্রেন্ডে হতে হবে।
  • ক্যান্ডেল এর বডির উপরে লম্বা দাগ কিংবা shadow এর অবস্থান থাকবে।
  • বিদ্যমান এই লম্বা দাগ কিংবা shadow, এর বডির আকার এর কমপক্ষে দ্বিগুণ হবে।
  • ক্যান্ডেলটি বুল্লিশ কিংবা বেয়ারিশ যেকোনোটি হতে পারে। তবে যদি বুল্লিশ কিংবা Buy ক্যান্ডেল এর মাধ্যমে প্যাটার্নটি তৈরি হয় তাহলে এর সিগন্যাল এর শক্তিও হবে একটু বেশী।

Inverted Hammer এর ব্যবহার

এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি মুলত প্রাইস যখন একটি শক্তিশালী ডাউনট্রেন্ডের মধ্যে অবস্থান করে তখন দেখা যায় এবং এটি তখন নির্দেশ করে বিদ্যমান ডাউনট্রেন্ড এর পরিবর্তন আসছে এবং প্রাইস যেকোনো সময়ই বুল্লিশ ফরমেশন তৈরি করতে পারে।

অর্থাৎ, এই প্যাটার্নটি Warning Signal হিসাব কাজ করে। ট্রেডাররা এই প্যাটার্ন এর উপর ভিত্তি করে রিভার্সাল হিসাবে এন্ট্রি গ্রহন করে থাকেন।

  • ক্যান্ডেলটির উপরিভাগে অবস্থিত লম্বা দাগ কিংবা Shadow নির্দেশ করবে, চার্টে প্রাইস এর রিভার্সাল পজিশন। এই লম্বা দাগ এর আকার যত বেশী হবে, রিভার্সাল এর সিগন্যালও ততবেশী শক্তিশালী হবে।
  • প্রাইস এর গ্যাপে যদি এই প্যাটার্নটি তৈরি হয় এবং এটি যদি ক্লোজ হয় গ্যাপ প্রাইসের উপরে এসে, তখন এটি শক্তিশালী রিভার্সাল এর সিগন্যাল প্রদান করে।
  • ক্যান্ডেলটি যদি বুল্লিশ কিংবা Buy হয় তাহলে এটি আরও শক্তিশালী আপট্রন্ড এর সিগন্যাল প্রদান করে।
  • প্যাটার্নটি সম্ভাব্য প্রাইস এর পরিবর্তন এর নির্দেশ করে কিন্তু সরাসরি কোনও Buy সিগন্যাল প্রদান করেনা।