Categories
জিজ্ঞাসা

চার্ট দেখে মার্কেটের সাপোর্ট ও রেজিস্ট্যান্ট বুঝিনা।এটা বোঝার উপায় কি?

সাপোর্ট ও রেজিস্টেন্স

ব্যাপকভাবে ব্যবহৃত একটি টুল। ট্রেডারদের সাপোর্ট ও রেজিস্ট্যান্স নির্নয় করার জন্য ট্রেডারদের ভিন্ন মতামত থাকতে পারে। চলুন দেখি

কালো যেই লাইনটা দেখছেন সেটাকে প্রাইস ধরুন। প্রাইস ১টা পয়েন্টে গিয়ে আবার ফিরে আসছে আবার আর একটা পয়েন্টে গিয়ে দিক পরিবর্তন করছে। যখন প্রাইস উপরের দিকে উঠে আর এক পয়েন্টে গিয়ে ঠেকে যায় (মানে সেই পয়েন্ট ভাঙতে পারে না) আর ফেরৎ আসে সেটাকে রেজিস্টেন্স বলে। যখন প্রাইস নিচের দিকে নামে আর এক পয়েন্টে গিয়ে ঠেকে যায় (মানে সেই পয়েন্ট ভাঙতে পারে না) আর ফেরৎ আসে সেটাকে সাপোর্ট বলে।  সাপোর্ট ও রেজিস্টেন্স আপনাকে পরবর্তী মার্কেট কন্ডিশনের পূর্বাভাস দিতে পারে।

চার্টে সাপোর্ট ও রেজিস্টেন্স বসানো

একটা জিনিস সবসময় মনে রাখবেন যে সাপোর্ট ও রেজিস্টেন্স কোন নির্দিষ্ট নম্বর অথবা সংখ্যা নয়।

প্রায়ই দেখবেন যে সাপোর্ট ও রেজিস্টেন্স ভেঙেছে কিন্তু তারপর দেখবেন যে মার্কেট সেই লেভেলগুলোকে টেস্ট করছিল যা পরবর্তীতে ক্যান্ডেলস্টিক শ্যাডো আকারে দেখা যায়।

সাপ্লাই ও ডিমান্ড

প্রথমে ১.৫৬৮২ তে আমরা রেজিস্ট্যান্স একেছি। লক্ষ্য করুন যে প্রাইস সেই রেজিস্টেন্স ভেদ করে গেছে কিন্তু আবার নিচে নেমে এসে রেজিস্টেন্সের নিচে ক্লোজ হয়েছে।

আবার ১.৫৫৪৬ এ দেখুন। প্রাইস কয়েকবার ১.৫৫৪৬ এর নিচে গেছে কিন্তু ক্লোজ হয়েছে ১.৫৫৪৬ সাপোর্ট লাইনের উপরে।

সাপোর্ট ও রেজিস্টেন্স সবসময় প্রাইসকে এক জায়গায় ঠেকিয়ে রাখবে না। সেটা ব্রেক ও করবে।

কি ভাবে জানব যে সেটা ব্রেক করেছে?

আসলে এটার কোন উওর নেই। কেউ কেউ বলে যে যদি প্রাইস সাপোর্ট ও রেজিস্টেন্স লাইনের বাইরে ক্লোজ হতে সক্ষম হয় তাহলে বুঝতে হবে যে তা ব্রেক করেছে। কিন্তু যখন আপনি পরীক্ষন করবেন, তখন দেখবেন যে এটা সবক্ষেএে সত্য না। চলুন দেখি

ট্রেন্ড ব্রেক

উপরের চার্টটিতে ১.৪৪৫৭ এ প্রাইস রেজিস্টেন্স ব্রেক করেছে আবার ১.৪১২৬ এ প্রাইস সাপোর্ট ব্রেক করেছে। কিন্তু পরবর্তীতে দেখলেন যে প্রাইস সেই লেভেলগুলোকে আসলে টেস্ট করছিল। এইসব ফলস ব্রেকআউট থেকে কিভাবে বাচা যায়? আমরা যদি সাপোর্ট ও রেজিস্টেন্সকে জোন: হিসেবে ধরি তাহলে ফলস ব্রেকআউট থেকে বাচতে পারি। চলুন দেখি

সাপ্লাই ডিমান্ড জোন

একই চার্টে আমরা সাপোর্ট ও রেজিস্টেন্সকে জোন হিসেবে আকলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আসলে প্রাইস ওই লেভেলগুলো টেস্ট করছিল। 

সাপোর্ট ও রেজিস্টেন্স সম্পর্কে আর একটা কথা, যখন সাপোর্ট ব্রেক করে, তারপর সেটা রেজিস্টেন্স হয়। আর রেজিস্টেন্স যখন ব্রেক করে তখন সেটা সাপোর্ট হয়। এটা ভালভাবে বুঝতে উপরের চার্টের পুর্বের প্রাইস লেভেলগুলো ভালভাবে দেখুন।


মার্কেট চার্টে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট বোঝার জন্য কয়েকটি মৌলিক ধারণা আছে।

  1. সাপোর্ট (Support): সাপোর্ট হচ্ছে মূল্যের একটি স্তর যা মার্কেটের আপনির বা অন্য ট্রেডারদের মতো একটি নির্দিষ্ট মূল্যের নিকটে থাকতে সহায় করে। যখন মূল্য এই স্তরে পৌঁছায়, তখন এটি একটি সাপোর্ট স্তর হিসেবে বিবেচনা করা হয়। সাপোর্ট স্তরে মূল্যের ক্ষতি বন্ধ হতে পারে এবং এটি মূল্য উঠতে পারে অথবা একটি টার্মিনাল হতে পারে যা নতুন একটি উত্তোলন শুরু করতে পারে।
  2. রেজিস্ট্যান্ট (Resistance): রেজিস্ট্যান্ট হচ্ছে মূল্যের একটি স্তর যা মার্কেটের উচ্চ প্রতিরোধ দেখায়। এটি মূল্যের একটি নির্দিষ্ট স্তর, যা প্রতিটি উচ্চ বার হিসেবে বিবেচনা করা হয়। রেজিস্ট্যান্ট স্তরে মূল্য বারবার বাধা পায় এবং এটি একটি বাড়ান্ত হতে পারে অথবা একটি নতুন ধারণার শুরু করতে পারে।

মূলত, ট্রেডাররা এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট স্তরগুলির উপর ভিত্তি করে মার্কেটের দিকে দেখতে এবং মূল্যের পরিবর্তন বোঝার চেষ্টা করে। সাপোর্ট বা রেজিস্ট্যান্ট স্তরে প্রতিষ্ঠিত হলে, ট্রেডাররা এই স্তরগুলি মূল্য অবস্থান হিসেবে ব্যবহার করে ট্রেড করতে পারে এবং মূল্যের পরিবর্তনের সাথে সাথে মার্কেটের প্রবাহের সাথে মুখোমুখি হতে পারে।

Categories
জিজ্ঞাসা

ক্যান্ডেল দেখে কিভাবে বুঝব কারেকশন শেষ হয়েছে ?

কেন্ডেল দেখে কিভাবে বুঝবেন কানেকশন ঠিক আছে কি না জানতে নিচের ভিডিওটি দেখুন stockNow সাথে থাকার জন্য ধন্যবাদ

Categories
জিজ্ঞাসা

কি ভাবে স্কেনার সেটিং করবো

সার্চ রেজাল্ট ও স্ক্যানার কিভাবে করবেন ও সার্চ রেজাল্ট থেকে কোন গুলি সিলেক্ট করবেন দেখতে নিচের ভিডিওটি ক্লিক করুন এছাড়াও স্টক মার্কেট সম্পর্কে জানতে ও প্রতিদিন মার্কেট আপডেট দেখতে ভিসিট করুন stockNow YouTube channel ধন্যবাদ