Categories
StckNow App

StockNow তে কিভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন

StockNow অ্যাপসে আপনি ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করলে আপনার পোর্টফোলিও তথ্য একাউন্টে সেভ থাকবে। ফেভারিটে থাকা শেয়ারগুলো সেট থাকবে। এছাড়াও Interactive Chart এ ইন্ডিকেটর টুলস এবং অন্যান্য তথ্যগুলো সেভ থাকবে। তাই StockNow অ্যাপসে রেজিস্ট্রেশন করা খুবই গুরুত্বপূর্ণ। রেজিস্ট্রেশন করতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন।

প্রথমেই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশন এর নিচে ডানদিকে মোর অপশন আছে; সেখানে সিলেক্ট করতে হবে।

Name* আপনার নাম ইংলিশে লিখতে হবে
Mobile* আপনি বাংলাদেশী হলে ১১ সংখ্যার মোবাইল নম্বরটি দিবেন। যদি আপনি প্রবাসি হন তাহলে ইমেইল এড্রেস দিবেন।
Password* এখানে কমপক্ষে ৬ সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে।
Confirm Password* ৬ সংখ্যার পাসওয়ার্ডটি পুনরায় দিতে হবে।
সবশেষে Register বাটনে সিলেক্ট করতে হবে।

রেজিস্টার এ সিলেক্ট করলে StockNow এপসে ফ্রি রেজিস্ট্রেসন সম্পন্ন হয়ে যাবে। আপনার এপস প্রথম পেইজে বা হোমপেইজে এসে যাবে। Profile এ সিলেক্ট করলে আপনার একাউন্ট এর অবস্থা দেখতে পাবেন।

আমাদের এপ্লিকেশন এ একবার লগিন করলে সবসময় লগিন করা থাকে। নেক্সট এ আপনাকে পুনরায় লগিন করতে হবে না। তবে আপনি Logout বা লগআউট করে ফেললে পুনরায় লগিন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *