যদি কেউ কোন কোম্পানির কতগুলো শেয়ার অংশ ক্রয় করে তাকে সেই অংশের মালিক বা শেয়ারহোল্ডার বলে। এক কথায় কোন কোম্পানীর শেয়ারের মালিকদের বলা হয় শেয়ারহোল্ডার। বাংলাদেশে সাধারণত ৫ শ্রেনীর শেয়ারহোল্ডার দেখা যায় ডিরেক্টর, গভর্নমেন্ট, ইন্সটিটিউট, ফরেইন এবং পাবলিক।
একজন শেয়ারহোল্ডার সংশ্লিষ্ট কোম্পানির কতটুকু মালিক, তা নির্ধারিত হয় তার কাছে থাকা ওই কোম্পানির শেয়ার সংখ্যার উপর। শেয়ারহোল্ডাররা কোম্পানি ঘোষিত লভ্যাংশও পেয়ে থাকেন শেয়ার সংখ্যার ভিত্তিতে।তাই বলা যায়, শেয়ার এমন এক ধরনের সিকিউরিটি যা একটি কোম্পানির মালিকানা এবং তার আয় ও সম্পদের ওপর অংশীদারিত্ব প্রকাশ করে। বেক্সিমকো কোম্পানির ৮৭.৬৩ কোটি শেয়ারের মধ্যে পাবলিক ৪৬.৫১ লাখ শেয়ার ধারণ করছেন। তাই পাবলিক বেক্সিমকো কোম্পানির (৮৭.৬৩ কোটি / ৪৬.৫১ লাখ)* ১০০ = ৫৩.০৭% মালিক। বেক্সিমকো কোম্পানির প্রায় অর্ধেকের বেশিরভাগ অংশের মালিক জনগন।