পুঁজিবাজারে শেয়ার বলতে একটি কোম্পানির মালিকানার অংশ বিশেষকে বোঝায়। প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির মূলধন অনেকগুলো ভাগে বিভক্ত থাকে । প্রতিটি ভাগ হল একটি শেয়ার। কোম্পানির মালিকানাসত্ত্ব শেয়ারের মাধ্যমে প্রকাশ করা হয়। একটি কোম্পানির কতগুলো শেয়ার থাকবে তা নির্ভর করে ওই কোম্পানির মূলধন কত এবং শেয়ারের অভিহিত/ফেইস মূল্য কত তার উপর।
বেক্সিমকো কোম্পানির পরিশোধিত মূলধন/পেইড আপ ক্যাপিটাল ৭৮৬.৩ কোটি টাকা। আর তার শেয়ারের অভিহিত মূল্য/ফেইস ভ্যলু ১০ টাকা। এক্ষেত্রে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা দাঁড়ায় (৮৭৬.৩ কোটি/ ১০ টাকা )= ৮৭.৬৩ কোটি।