অনুমোদিত মূলধনের পেছনে বর্তমানে কত টাকা আছে তাই হচ্ছে পরিশোধিত মূলধন বা পেইডআপ ক্যাপিটাল।পরিশোধিত মূলধন বলতে বোঝায় কি পরিমাণ মূলধন শেয়ারহোল্ডাররা বরাদ্দকৃত শেয়ারের বিপরীতে বিনিয়োগ করেছে। পেইড আপ ক্যাপিটাল কখনোই অথরাইজড ক্যাপিটালের বেশী হতে পারবে না। যেমন, একটি কোম্পানীর Authorized Capital ১০০ টাকা হলে তার Paid-up Capital ১০০ টাকার বেশী হতে পারবে না। যদি Paid-up Capital ১০০ টাকার বেশী করতে হয় তাহলে প্রথমে Authorized Capital ১০০ টাকা থেকে বাড়িয়ে নিতে হবে।
নিচের ছবিতে আমরা দেখতে পাচ্ছি HRTEX কোম্পানিটির Paid-up Capital ২৫ কোটি ৩০ লাখ টাকা।