যখন বড় ভলিয়মের কোন শেয়ার লেনদেন করার প্রয়োজন হয় তখন তা স্বাভাবিক মার্কেটে না করে আলদাভাবে লেনদেন করা যায়। স্বাভাবিক মার্কেটের বাহিরে যেয়ে লেনদেন কেই ব্লক ট্রেডে লেনদেন বলা হয়। সাধারণত ব্লক মার্কেটে সাধারণ বিনিয়োগকারীরা অংশগ্রহণ করে না বরং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা বড় বিনিয়োগকারীরা ব্লকে বেশি লেনদেন করে। তবে যেকেউ চাইলে পাঁচ লাখ টাকার উপরের সমমানের শেয়ার ব্লক মার্কেটেকে লেনদেন করতে পারে। ব্লক ট্রেডে কমপক্ষে ৫ লাখ টাকার ট্রেড করতে হবে। ব্লক মার্কেটে শেয়ার লেনদেন হয় ক্রেতা বিক্রেতার উভয়ের মঝে চুক্তির মাধ্যমে। স্বাভাবিক মার্কেটে বড় ভলিয়মের লেনদেন মূল্য হ্রাস বা বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করে। এই কারণেই স্বাভাবিক মার্কেটকে প্রভাব মুক্ত রাখতে ব্লক মার্কেটে লেনদেনের ব্যবস্থা করা হয়েছে।
আমাদের এপসে “More” অপশন থেকে প্রতিদিনের ব্লক ট্রেড দেখা যায়। ব্লক ট্রেড হিস্টরি দেখতে হলে হিস্টরি ক্যালেন্ডারে চেপে দেখতে হবে।
এছাড়াও প্রতিটি শেয়ারের ডিটেইলস পেইজেও ব্লক ট্রেড দেখা যায়।