Categories
জিজ্ঞাসা

MACD কি ? MACD Indicator কিভাবে ব্যবহার করবেন?

MACD Indicator = Moving Average Convergence Divergence. এই ইন্ডিকেটরটি মুভিংএভারেজ কেলকুলেট করার মাধ্যমে ট্রেডারকে নতুন একটি ট্রেন্ড হচ্ছে কিনা তা বুঝতে সাহায্য করে সেটা বুল্লিশই হোক কিংবা বেয়ারিশই হোক। মোটকথা, আমাদের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন কোন ট্রেন্ড হচ্ছে কিনা সেটা ধরতে পারা কারন, সবচেয়ে বেশী প্রফিট মার্কেট ট্রেন্ড থেকেই পাওয়া যায়।

MACD Indicator এ আমরা সাধারণত সেটিংসে তিনটি নাম্বর লক্ষ্য কর থাকি।

* ১ম নাম্বরটি সবচেয়ে Fast মুভিংএভারেজ কেলকুলেট করে থাকে।
* ২য় নাম্বরটি, সবচেয়ে Slow মুভিংএভারেজ কেলকুলেট করে থাকে।
* ৩য় নাম্বরটি হচ্ছে, একটি Bar Chart (Histogram) যেটা Fast এবং Slow মুভিংএভারেজের পার্থক্য কেলকুলেট করে থাকে।

উধাহরণস্বরূপ, আপনি যদি আপনার মুভিংএভারেজ টুলে “12,26,9” দেখে থাকেন তার মানে হচ্ছে,

* 12 বুঝাবে, বিগত 12 Bar এর Fast মুভিং এভারেজ।
* 26 বুঝাবে, বিগত 26 Bar এর Slow মুভিং এভারেজ।
* 9 বুঝাবে, বিগত 9 Bar এর Fast এবং Slow মুভিংএভারেজের পার্থক্য। এটি একটি ভারটিকাল লাইন তৈরি করে যার নাম হচ্ছে Histogram। (উপরেল্লিখিত সবুজ কালার এর লাইন)

Histogram, সহজে Fast এবং Slow মুভিং এভারেজের পার্থক্য এঁকে দেখায়। আমরা যদি আসল চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যখন দুইটি মুভিং এভারেজ আলাদা হয়ে যাই তখন Histogram বড় হতে থাকে। এটাকে বলা হয়  তার কারন, Fast মুভিং এভারেজ Slow মুভিং এভারেজের থেকে দূরে সরে যেতে থাকে।

যখন মুভিং এভারেজ দুইটি পরস্পর কাছাকাছি চলে আসে তখন Histogram ছোট হতে থাকে। এটাকে বলে Convergence, কারন Fast মুভিং এভারেজ Slow মুভিং এভারেজের কাছাকাছি চলে আসে।
মূলত এটাই হচ্ছে Moving Average Convergence Divergence.

কিভাবে আমরা ট্রেড MACD Indicator ব্যবহার করবো?

যেহেতু এখানে দুইটি মুভিং এভারেজ রয়েছে আলাদা আলাদা স্পীডের স্বাভাবিক ভাবেই Fast মুভিং এভারেজ Slow মুভিং এভেরজের তুলনায় মার্কেট প্রাইসের সাতে তাড়াতাড়ি মুভ করে। যখন মার্কেটে নতুন কোন ট্রেন্ড তৈরি হয় তখন Faster লাইন সবার আগে মুভ করে এবং সে Slower লাইনকে ক্রস করে যায়। যখনি ইনডিকেটোর কোন ক্রসওভার দেখা যায় তখনি আমরা বুঝতে পারি যে মার্কেটে নতুন ট্রেন্ড তৈরি হতে যাচ্ছে।

এই চার্টে আমরা দেখতে পাচ্ছি Fast Line (নীল) তার নিচের Slow Line (লাল) কে ক্রস করে নিচে নেমে যাচ্ছে এবং এটি একটি Sell Trend এর সংকেত দিয়েছে। লক্ষ্য করুন, যেখানে নীল লাইনটি লাল লাইনটিকে ক্রস করেছে সেখানে Histogram (সবুজ লাইন) অদৃশ্য হয়ে গেছে।
এর কারন হচ্ছে, যখন দুইটি লাইন একটি আরেকটিকে ক্রস করে তখন তার ভেলু 0 হয়ে যায় এবং নিচে নামার কারনে Fast Line, Slow Line এর থেকে দূরে সরে যায় আর histogram বড় হতে থাকে যা একটি শক্তিশালী সেল ট্রেন্ডের নির্দেশ করে।

নিচের উদাহরণটি দেখুন,


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *