Categories
জিজ্ঞাসা

Bullish | বুল্লিশ কি?

“Bullish” হচ্ছে ট্রেডিং এর ভাষায় একটি টার্ম যার অর্থ ট্রেডার যখন কোনও কারেন্সি পেয়ার কিংবা কোনও ট্রেডিং ইন্সট্রুমেন্ট এর প্রাইস আপ কিংবা ঊর্ধ্বমুখী প্রবনতার মধ্যে থাকবে সেটি ধরে নেন। অর্থাৎ,

আপনি যদি কোনও কারেন্সি পেয়ারের Bullish পজিশন চিন্তা করেন এর অর্থ হচ্ছে আপনি ধরে নিচ্ছেন প্রাইস আরও বৃদ্ধি পাবে।

Bullish Market হচ্ছে যখন প্রাইস আপট্রেন্ড এর মধ্যে থাকে তখন প্রাইস ক্রমশ higher high এবং higher low ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করতে থাকে।

অর্থাৎ আপনি যদি কোনও কারেন্সি পেয়ার এর Bullish পজিশন চিন্তা করেন যার অর্থ হচ্ছে আপনি কারেন্সি পেয়ারটির পজিটিভ পজিশন ধরে নিচ্ছেন। যদি উধারহন হিসাবে বলি, ধরুন আপনি মনে করলেন EURO বুল্লিশ পজিশনে রয়েছে অর্থাৎ আপনি ধরে নিচ্ছেন EUR ক্রমশ শক্তিশালী হতে থাকবে।

দেশের সেরা শেয়ার মার্কেট এনালাইসিসএক্সপেরিয়েন্স করুন এবং আকর্ষণীয় সব ফিচার ও অফার উপভোগ করতে StockNow সাথেই থাকুন।  আমাদের হেল্প লাইনে যোগাযোগ করুন এই নাম্বারে 0160 999 8469 ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *