Categories
জিজ্ঞাসা

A, B, N এবং Z ক্যাটাগরি শেয়ার কি?

এ-শ্রেণীভুক্ত কোম্পানি: এ-শ্রেণীর কোম্পানিগুলি বার্ষিক সাধারণ সভার আয়োজন করে এবং কোম্পানিগুলিশেষ ইংরেজি ক্যালেন্ডার বছরে দশ শতাংশ বা তার বেশি হারে লভ্যাংশ ঘোষনা করে থাকে।

বি-শ্রেণীভুক্ত কোম্পানিঃ বি-শ্রেণির কোম্পানিগুলি বার্ষিক সাধারণ সভার আয়োজন করে কিণ্ড কোম্পানিগুলি শেষ ইংরেজি ক্যালেন্ডার বছরে দশ শতাংশ বা তার বেশি হারে লভ্যাংশ ঘোষনা করতেব্যর্থ হয়েছে।

এন-শ্রেণীভুক্ত কোম্পানি: শেয়ার বাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলি এই শ্রেণীতে অন্তর্ভুক্তএবং তাদের প্রথম লভ্যাংশ ঘোষণা অনুযায়ী অন্যান্য বিভাগে স্থানান্তরিত হবে।

জেড-শ্রেণীভুক্ত কোম্পানি: যেসব কোম্পানী বার্ষিক সাধারণ সভা আয়োজন বা বার্ষিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে কোনও লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হয়েছে অথবা ছয় মাসের বেশি সময় ধরে ব্যবসয়িক কার্যক্রম বন্ধ বা যাদের পুঞ্জীভূত ঋতি পরিশোধিত মূলধন অতিক্রম করে, ঐসব কোম্পানিগুলি এই শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে।

যদি আপনি এ,বি অথবা এন ক্যাটাগরির কোন শেয়ার কিনে থাকেন তবে আপনার শেয়ারটি যেই দিন কিনেছেন তার ১ কর্ম দিবস পরে ম্যাচিউর হবে অর্থাৎ শেয়ারটি বিক্রয় জন্য প্রস্তুত হবে। ধরুন, আপনি রবিবারে একটি শেয়ার ক্রয় করলেন সেই শেয়ারটি ম্যাচিউর হবে শেয়ার কেনার পরের ১ কর্ম দিবস পরে অর্থাৎ মঙ্গলবারে। শুক্র, শনি সরকারি ছুটির দিন গুলি ব্যাতিত দিনগুলিকে কর্ম দিবস হিসেবে গণ্য করা হয়।
আপনি যদি Z ক্যাটাগরির কোন শেয়ার কিনে থাকেন তবে আপনার শেয়ারটি ম্যাচিউর হতে শেয়ার ক্রয়ের পরে আরও ৩ কর্ম দিবস প্রয়োজন হবে। ধরুন, আপনি রবিবারে একটি শেয়ার ক্রয় করলেন কিন্তু সেটা ম্যাচিউর হবে ৩ কর্ম দিবস পরে অর্থাৎ বৃহস্পতিবারে।

আপনি যদি এ,বি, অথবা এন ক্যাটাগরির কোন শেয়ার বিক্রয় করেন তবে সেই টাকা দিয়েই সাথে সাথে আপনি নতুন করে ওই ক্যাটাগরির যেকোন শেয়ার কিনতে পারবেন নতুন করে কোন টাকা ডিপোজিট ছাড়াই, এটাকে ইন্ট্রা-ডে ক্যাশ বলা হয়। আপনারা DSE অ্যাপে সেটা লক্ষ্য করে থাকবেন।

শেয়ার বিক্রয়লব্ধ অর্থ যদি কোন বিনিয়োগকারী উত্তলন করতে চায় তবে এ,বি অথবা এন ক্যাটাগরির শেয়ারের ক্ষেত্রে সেই অর্থ ম্যাচিউর হতে শেয়ার বিক্রয়ে্রে দিনের পরে আরও ১ কর্ম দিবস প্রয়োজন হয় । আবার Z ক্যাটাগরির খেত্রে শেয়ার বিক্রয়ে্রে দিনের পরে আরও ৫ কর্ম দিবসের প্রয়োজন হয় ।

Categories
জিজ্ঞাসা

স্টক নাও তে কি বাই সেন করা যায়?? যদি যায় তো কিভাবে?

জী না স্যার StocKNow বাংলাদেশের শেয়ারবাজার এনালাইসিস করার জন্য আধুনিক  একটি অ্যাপ্লিকেশন।  আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে, শেয়ার পুঁজিবাজারে বিনিয়োগকারীরা যেন খুব সহজে শেয়ার বাজার পর্যবেক্ষণ করতে পারেন। আমরা চেষ্টা করে যাচ্ছি শেয়ার বাজারের প্রতিটি কোম্পানির তথ্যগুলা খুব সুন্দরভাবে গুছিয়ে প্রদর্শন করতে এ ছাড়াও এনালাইসিস এর সকল টুলস এর সমাহার নিয়ে StockNow

Categories
জিজ্ঞাসা

ক্যাটাগরি এন শেয়ার কি

এই কোম্পানীর শেয়ারগুলো ক্রয়ের ৯ কার্যদিবস পর বিক্রি করতে হয়। ক্যাটাগরি N: বাজারের অন্তর্ভুক্ত হওয়া নতুন কোম্পানিগুলোর এজিএম (বার্ষিক সাধারণ সভা) হওয়ার আগ পর্যন্ত নতুন কোম্পানিগুলো N ক্যাটাগরিতে অবস্থান করে। কোম্পানির ইপিএস (আর্নিং পার শেয়ার) কত? প্রত্যেক কোম্পানি বছরে ৪টি কোয়ার্টারে ইপিএস দিয়ে থাকে।

এন-শ্রেণীভুক্ত কোম্পানি: শেয়ার বাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলি এই শ্রেণীতে অন্তর্ভুক্তএবং তাদের প্রথম লভ্যাংশ ঘোষণা অনুযায়ী অন্যান্য বিভাগে স্থানান্তরিত হবে।

Categories
জিজ্ঞাসা

একমাসের ডিএসসির সুচকের ধারাবাহিক চার্ট StockNow দেখা গেলে অনেক সুবিধা হতো।

জী স্যার দেখা যায় Sir, ধন্যবাদ, আপনার অনুসন্ধানের জন্য StockNow apps এ গিয়ে সার্চ বার এ লিখুন Dsex আপনার কাঙ্খিত ফলাফল পেয়েযাবেন বোঝার সুবিধার্থে নিচে স্ক্রিনশর্ট দেয়া হলো । আমাদের অ্যাপস ব্যবহার করার জন্য ধন্যবাদ। আমরা ক্রমান্বয়ে নতুন নতুন ফিচার যোগ করব।আশা করি আমাদের সাথেই থাকবেন।

Categories
জিজ্ঞাসা

Unitedair news

জী স্যার দেখা যায় , ধন্যবাদ, আপনার অনুসন্ধানের জন্য। আপনার কাঙ্খিত শেয়ার এ গিয়ে চার্ট থেকেই পেয়ে যাবেন নিউসআমাদের অ্যাপস ব্যবহার করার জন্য ধন্যবাদ। আমরা ক্রমান্বয়ে নতুন নতুন ফিচার যোগ করব।আশা করি আমাদের সাথেই থাকবেন।

StockNow

Categories
জিজ্ঞাসা

কোম্পানির বিগত ৩/৫ বছর এর ডিভিডেন্ড গুলো দেখা যাই কি??? আর যদি বিগত ৫ বছরের ডিভিডেন্ড দেখানো যায় খুবই ভালো হয়।

Sir, ধন্যবাদ, আপনার অনুসন্ধানের জন্য। জী স্যার দেখা যায় আমাদের অ্যাপস ব্যবহার করার জন্য ধন্যবাদ।

আপনার কাঙ্খিত শেয়ার এ গিয়ে চার্ট থেকেই পেয়ে যাবেন লাস্ট ৫ বছর এর ডিভিডেন্ট হিস্টোরি . আমরা ক্রমান্বয়ে নতুন নতুন ফিচার যোগ করব।আশা করি আমাদের সাথেই থাকবেন।

Categories
জিজ্ঞাসা

আমি ভি আই পি সদসো সংযোগ পাই না কেন ?

অনুগ্রহপূর্বক আপনার সমস্যাটি সমাধান এর জন্যএই 0160 999 8469 01720149121 নাম্বারে যোগাযোগ করুন।

অথবা আমাদে মেইল করতে পারেন[email protected]

Categories
জিজ্ঞাসা

স্পট মার্কেট কী?

স্পট মার্কেট অথবা ক্যাশ মার্কেট হল একটি পাবলিক বাজার যেখানে তাত্ক্ষণিক Settlement এ ব্যবসা হয়। স্পটে ক্রয়ের ক্ষেত্রে নগদেই ক্রয় করতে হয় তাই একে ক্যাশ মার্কেটও বলা হয়। শেয়ার বাজারের ক্ষেত্রে সাধারণত কোন স্টক বিক্রয় করতে মেচুরিটি সময়  T+2  বা ২ কার্যদিবস সময় লাগে ( Z ক্যাটেগরির ক্ষেত্রে 3 কার্যদিবস ) অথচ স্পট বাজারে যে দিন শেয়ার ক্রয় করা হয় তার পরদিনই সে শেয়ারটি বিক্রয় করা যায় ।

স্পট বাজারের লেনদেনও শেয়ার বাজারের অন্য যেকোন স্বাভাবিক দিনের বাজার ও লেনদেনের নিয়মেই ট্রেড প্লাটফর্মে সংঘটিত হয় । এজিএম , ইজিম এবং রেকর্ড ডেটের আগে সাধারণত ২ দিন একটি শেয়ার স্পট মার্কেটে থাকতে পারে , সেক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের সাথে সামঞ্জস্য করে স্পটে থাকার তারিখ ঘোষনা করে কোম্পানি ।

Categories
জিজ্ঞাসা

শেয়ারের রিজার্ভ ফান্ড কোথায়? dse30 লিস্ট কোথায়? ধন্যবাদ।


Sir, ধন্যবাদ, আপনার অনুসন্ধানের জন্য StockNow apps এ dse30 list পাওয়ার জন্য StockNow apps এর মোর মেনু থেকে INDEX Shares এ ক্লিক করুন আপনার বুঝার সুবিধার্থে নিচে স্ক্রিন শর্ট দেয়া হলো ধন্যবাদ

StockNow apps এএ আপনি মার্কেট এনালাইসিস করতে পারবেন আপনার সকল ডিভাইসে আমাদের লেপটপ ও ডেস্কটপ এর জন্য ওয়েবসাইট ও  মুঠো ফোন ও টেব  এর  জন্য এপপ্স রয়েছে যেখানে রয়েছে মার্কেট এনালিসিস এর সব টুলস আপনার হাতের কাছেই

ধন্যবাদ পরবর্তী কোন কোন সমস্যা অথবা নতুন ফিচার অথবা অফার সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন:

  01720149121,  0160 999 8469  অথবা আমাদে মেইল করতে পারেন

[email protected]

Categories
জিজ্ঞাসা

scrneer ব্যবহারের নিয়ম গুলো যদি একটু ভিডিও করে প্রকাশ করতেন

StockNow Youtube channel থেকে দেখে নিতে পারেন New Advanced Scrneer এর ব্যাবহার যেমন,ক্যাটাগরি এবং পেইড আপ দিয়ে কিভাবে স্ক্রীনিং করবেন ?

https://www.youtube.com/watch?v=seKl_ggzrEE&t=8s

নিচের লিংকে ক্লিক করে অনুগ্রহপূর্বক ভিডিওটি দেখুনমুভিং এভারেজ দিয়ে বিভিন্ন টাইমফ্রেমে কিভাবে সার্চ করবেন?

আমাদের অ্যাপস ব্যবহার করার জন্য ধন্যবাদ। আমরা ক্রমান্বয়ে নতুন নতুন ফিচার যোগ করব।আশা করি আমাদের সাথেই থাকবেন।