বিভিন্ন ক্যাটাগরির শেয়ার ও শেয়ার কেনার কতদিন পর শেয়ার ম্যাচিউর/বিক্রয়যোগ্য হয়?
শেয়ার মার্কেট এ প্রচলিত বিভিন্ন শেয়ার এর ক্যাটাগরি সম্পর্কে জানবো এবং কোন শেয়ার কেনার কতদিন পর তা ম্যাচিউর হয় বা কতদিন পর তা বিক্রয় করা যায় সেটা জানবো।শেয়ার বাজারে সাধারনত ৪ ধরনের শেয়ার রয়েছে।সেগুলো হচ্ছে A, B, N, ZA ক্যাটাগরি :যে সকল কোম্পানি নিয়মিত AGM(Annual General Meeting) সম্পন্ন করেছে।যে সকল কোম্পানি গত ক্যালেন্ডার ইয়ারে কমপক্ষে ১০% ডিভিডেন্ড ঘোষণা করেছে ।B ক্যাটাগরি:যে সকল কোম্পানি নিয়মিত AGM(Annual General Meeting) সম্পন্ন করছে।গত ক্যালেন্ডার ইয়ারে কমপক্ষে ১০% ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়েছে ।N ক্যাটাগরি:নতুন তালিকাভুক্ত কোম্পানি।এ ক্যাটাগরির কোম্পানিগুলোর প্রথম AGM হওয়ার পর তারা ক্যাটাগরির শর্ত পূরণ করে A/B ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয় ।Z ক্যাটাগরি:AGM সম্পন্ন করে না ।ডিভিডেন্ড দেয় না ।৬ মাস বা তার বেশি সময় ধরে ব্যবসায়ে অপারেশন বন্ধ ।রাজস্ব রিজার্ভ সমন্বয় করার পর যদি পুঞ্জিভুত ক্ষতি হয়, এবং তা পরিশোধিত মূলধনের (Paid up Capital) চেয়ে বেশি হয়।আরেক ধরনের শেয়ার রয়েছে যেটাকে G ক্যাটাগরির শেয়ার বা গ্রীন ফিল্ড কোম্পানির শেয়ার বলা হয়। এই কোম্পানিগুলো বিজনেস শুরু করার আগে প্রাইমারি মার্কেট থেকে মূলধন সংগ্রহ করে থাকে।