Categories
জিজ্ঞাসা

Macd ki.

Moving Average Convergence Divergence (MACD):

টেকনিক্যাল এনালাইসিসে MACD বহুল ব্যবহৃত একটি ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরটি দু’টি Exponential Moving Average-এর সমন্বয়ে গঠিত। সাধারণতঃ একটি মধ্যবর্তী রেখার বিপরীতে দুটি Exponential Moving Average-এর পার্থ্যকের উপর ভিত্তি করে MACD নির্ণিত হয়। এই মধ্যবর্তী রেখাটি (Center Line) হল সেই রেখা যেখানে Moving Average দুটিই সমান। একটি চার্টে MACD-র সাথে মধ্যবর্তী রেখা (Center Line) এবং Exponential Moving Average থাকে। এই Indicator এর মাধ্যমে স্বল্পমেয়াদী MACD এর সাথে দীর্ঘমেয়াদী MACD এর তুলনা করে সাম্প্রতিক ট্রেন্ড কি হবে বা কোনদিকে যাবে তা নির্ণয় করা যায়। MACD চার্টে সাধারণতঃ ৩ টি সংখ্যা ব্যবহৃত হয় যা তার সেটিংসের প্রয়োজন।

• ১ম সংখ্যা হচ্ছে সময়ের ১ম সংখ্যা যার মাধ্যমে দ্রুতগতিসম্পন্ন Moving Average পরিমাপ করা হয়।

• ২য় সংখ্যা হচ্ছে সময়ের ২য় সংখ্যা যার মাধ্যমে ধীরগতিসম্পন্ন Moving Average পরিমাপ করা হয়।

• ৩য় সংখ্যা হচ্ছে বারের (Bar) সংখ্যা যার মাধ্যমে দ্রুতগতিসম্পন্ন ও ধীরগতিসম্পন্ন Moving Average তুলনা করে Moving Average-এর পার্থক্য পাওয়া যায়। এখানে MACD এর এ দুটি রেখা নিয়ে একটি ভ্রান্ত ধারনা প্রচলিত আছে। যে দুটি রেখা অংকিত আছে তারা দামের উপর ভিত্তি করে নির্ণিত Moving Average নয়। বরং এরা দুটি Moving Average এর পার্থক্য যা দুটি Moving Average কে তুলনা করে পাওয়া যায়। Histogram –এর মাধ্যমে আমরা দ্রুতগতি ও ধীরগতি Moving Average এর পার্থক্য খুঁজে পাই। আপনি যদি আমাদের অরিজিনাল চার্ট দেখেন তবে দেখতে পাবেন, যে স্থলে Moving Average গুলোর দূরত্ব সৃষ্টি হয়েছে সেখানেই Histogram বেড়েছে। একে Divergence বলা হয়। কারন, এসময় দ্রুতগতিসম্পন্ন Moving Average ধীরগতিসম্পন্ন moving average এর থেকে দূরে সরে যায়। যখন Moving Average গুলো পরস্পরের কাছাকাছি অবস্থান করে তখন Histogram ছোট আকার ধারণ করে। একে Convergence বলা হয়। কারন, এসময় দ্রুতগতিসম্পন্ন Moving Average ধীরগতিসম্পন্ন Moving Average এর কাছাকাছি অবস্থান করে। এভাবে Moving Average Convergence Divergence নামের সৃষ্টি হয়েছে।

Categories
জিজ্ঞাসা

N Catagory কি

N-Category CompaniesNewly listed companies except for green-field companies which shall be transferred to other categories in accordance with their first dividend declaration and respective compliance after listing of their shares

N ক্যাটাগরি:

  • নতুন তালিকাভুক্ত কোম্পানি।
  • এ ক্যাটাগরির কোম্পানিগুলোর প্রথম AGM হওয়ার পর তারা ক্যাটাগরির শর্ত পূরণ করে A/B ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয় ।