Categories
Uncategorized

Harami Candlestick Pattern

আর্টিকেল এর বিষয়সমুহ

  • 1. Harami
  • 2. গঠন প্রকৃতি
  • 3. চিনার উপায়
  • 4. Bullish Harami
  • 5. Bearish Harami
  • 6. অর্থ
  • 7. বৈশিষ্ট্য

Harami:টি দুই ক্যান্ডেল বিশিষ্ট একটি জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটির ১ম ক্যান্ডেলটি হবে একটি বড় ক্যান্ডেল এবং ২য় ক্যান্ডেলটি হবে ছোট আকারের যেটি অবস্থান হবে ১ম ক্যান্ডেল এর মাঝ বরাবর। ২য় ক্যান্ডেলটির এর অবস্থান হবে এরকম যাতে করে ১ম ক্যান্ডেলটিকে যদি ২য় ক্যান্ডেলটির উপরে রাখা হয় রাহলে তাহলে এটি দেখা যাবে না।

Harami হচ্ছে একটি জাপানিজ শব্দ যেটির ইংরেজি অর্থ হচ্ছে “conception” কিংবা “pregnant” অর্থাৎ বাংলায় যার অর্থ হচ্ছে “গর্ভধারণ”

এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর ১ম ক্যান্ডলটিকে বলা হয় “Mother” যেটির আকার হবে বড় এবং এটি পরের ক্যান্ডেলটিকে নিজের মধ্যে ধারন করার ক্ষমতা রাখে। এর জন্য এটিকে বলা হয় “pregnant mother”

প্যাটার্ন এর ২য় ক্যান্ডেলটি হতে পারে একটি Spinning Top কিংবা Doji ক্যান্ডেল।

গঠন প্রকৃতি

To top

Harami ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দুই ভাগে ভাগ করা যায়।

  1. Bullish Harami: এটি একটি বুল্লিশ রিভার্সাল প্যাটার্ন যেটি ডাউনট্রেন্ড এর পর সংগঠিত হয়।
  2. Bearish Harami: এটি একটি বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন যেটি আপট্রেন্ড এর পর সংগঠিত হয়।
Harami Pattern
Harami Cross

চিনার উপায়

চার্টে এই চার্ট প্যাটার্নটি খুঁজে নেয়ার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। চলুন সেগুলো জেনে নেয়া যাকঃ

  • ক্যান্ডেলটি যেকোনো একটি ট্রেন্ডে অবস্থান করবে। সেটি আপট্রেন্ড কিংবা ডাউনট্রেন্ড যেকোনোটিই হতে পারে।
  • প্যাটার্ন এর ১ম ক্যান্ডেলটি হবে ট্রেন্ড এর দিকে। অর্থাৎ, যদি আপট্রেন্ডে এই প্যাটার্নটি গঠিত হয় তাহলে ১ম ক্যান্ডেলটি হবে বুল্লিশ কিংবা Buy ক্যান্ডেল অন্যদিকে, ডাউনট্রেন্ডে হলে – বেয়ারিশ কিংবা Sell ক্যান্ডেল।
  • ২য় ক্যান্ডেলটি আকারে হবে ছোট যাতে করে ১ম ক্যান্ডেলটি এটিকে সম্পূর্ণরূপে ঢেকে দিতে পারে।এটি বুল্লিশ কিংবা বেয়ারিশ যেকোনো ক্যান্ডেল হতে পারে।

Bullish Harami

  • প্রাইস ডাউনট্রেন্ডে থাকবে।
  • প্যাটার্ন এর ১ম ক্যান্ডেলটি হবে একটি বড় বেয়ারিশ কিংবা Sell ক্যান্ডেল
  • প্যাটার্ন এর ২য় ক্যান্ডেলটি হবে একটি ছোট বুল্লিশ কিংবা Buy ক্যান্ডেল

Bearish Harami

  • প্রাইস আপট্রেন্ডে থাকবে।
  • প্যাটার্ন এর ১ম ক্যান্ডেলটি হবে একটি বড় বুল্লিশ কিংবা Buy ক্যান্ডেল
  • প্যাটার্ন এর ২য় ক্যান্ডেলটি হবে একটি ছোট বেয়ারিশ কিংবা Sell ক্যান্ডেল

অর্থ

মুলত harami ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হচ্ছে একটি রিভার্সাল প্যাটার্ন যেটি ট্রেন্ডের শেষ এর দিকে গঠিত হয়ে থাকে। যেটি মুলত দুই ক্যান্ডেল বিশিষ্ট একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই প্যাটার্ন এর ২য় ক্যান্ডেলটি বুল্লিশ কিংবা বেয়ারিশ যেকোনোটি হতে পারে। তবে প্রায়ই দেখা যায়, ২য় ক্যান্ডেলটি-১ম ক্যান্ডেলের বিপরীতমুখী হয়। তবে সবসময়ই এরকম হবে সেটি নয়।মুল বিষয় হচ্ছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি ট্রেন্ড এর দিকে সংগঠিত হয়েছে কিনা সেটি।

এক্ষেত্রে মনে রাখবেন, যদি এই প্যাটার্নটি চার্টে সাপোর্ট-রেসিস্টেন্স কিংবা ট্রেন্ডলাইন এর কাছাকাছি অবস্থান করে তাহলে শক্তিশালী সিগন্যাল প্রদান করে থাকে।এটি যখন কোনও ডাউনট্রেন্ড এর দিকে সংগঠিত হয় তাহলে এটি একটি বুল্লিশ কিংবা Buy সিগন্যাল প্রদান করে।

বৈশিষ্ট্য

  • ক্যান্ডেল এর আকার যত বড় হবে সিগন্যালও হবে ততবেশী শক্তিশালী রিভার্সাল ট্রেন্ড তৈরি করবে।
  • বুল্লিশ হারামি, এর ক্ষেত্রে ২য় ক্যান্ডেলটি ১ম ক্যান্ডেল এর যত কাছাকাছি উপরে এসে ক্লোজ হবে ধরে নিতে হবে রিভার্সাল এর সম্ভাবনা ততটাই বেশী।
  • বেয়ারিশ হারামি, এর ক্ষেত্রে ২য় ক্যান্ডেলটি ১ম ক্যান্ডেল এর যত কাছাকাছি নিচে এসে ক্লোজ হবে ধরে নিতে হবে রিভার্সাল এর সম্ভাবনা ততটাই বেশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *