ফেস ভ্যালু হচ্ছে এমন একটি মূল্য যে মূল্যে শেয়ার স্টক এক্সচেঞ্জ এ তালিকাবদ্ধ হয়। ফেস ভ্যালুর দামের উপর শেয়ার এর লভ্যাংশ প্রদান করা হয় । বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ এ যে কোম্পানি গুলো তালিকাবদ্ধ হয় তা সাধারণত ১০ টাকায় তালিকাবদ্ধ হয় এবং ১০ টাকার উপর যে দাম থাকে তা প্রিমিয়াম প্রাইস হিসেবে গণ্য হয়।
যেমনঃ ধরুন ABC কোম্পানি শেয়ার একজন ব্যক্তি প্রাইমারি শেয়ার/আইপিও হিসাবে ১৫ টাকায় লটারির মাধ্যমে কিনল। এর মানে এইখানে ১০ টাকা কর্তৃপক্ষ নির্দেশিত ফেস ভ্যালু এবং বাকি ৫ টাকা প্রিমিয়াম প্রাইস ।