সেকেন্ডারি মার্কেটে শেয়ার যে দামে ক্রয় ও বিক্রয় করা হয় তাকে ওই শেয়ারের মার্কেট প্রাইস বা ভ্যালু বলে। কোন শেয়ারের মার্কেট প্রাইস তার চাহিদা ও যোগানের উপর নির্ভর করে বাড়তে ও পারে আবার কমতেও পারে।
উদাহরণসরুপ, এখানে বেলা ২ঃ০৬ মিনিটে ওরিয়ন ফার্মার (ORIONPHARM) মার্কেট প্রাইস হল ৫৯.৪০ টাকা।