Categories
কোম্পানি ফান্ডামেন্টালস বিনিয়োগ

অনুমোদিত মূলধন ( Authorized Capital )

অনুমোদিত মূলধন বলতে বুঝায় কোম্পানি ভবিষ্যতে সর্বমোট কি পরিমান মূলধন শেয়ারহোল্ডারদের থেকে জোগাড় করতে পারে। প্রত্যেক কোম্পানির একটি নির্দিষ্ট মূলধন অনুমোদন করতে হয়। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ অনুমোদনের প্রস্তাব গৃহীত হয় এবং পরে তা  চূড়ান্ত অনুমোদনের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে পাঠানো হয়। এসইসির অনুমোদন পাওয়ার পর তা কার্যকর হয়। এটি অথরাইজড ক্যাপিটাল বা অনুমোদিত মূলধন বলে বিবেচিত হয়।

Categories
কোম্পানি ফান্ডামেন্টালস জিজ্ঞাসা বিনিয়োগ শেয়ার বাজার শেয়ার বাজারের প্রাথমিক ধারণা শেয়ার লেনদেন শেয়ারের অবস্থান শেয়ারের মৌলিক বিষয়বস্তু

একটি শেয়ারের যে সকল সাধারণ তথ্য জানা একান্ত প্রয়োজন ।

শেয়ার বাজার সম্পর্কে ভালোভাবে না জেনেই বিনিয়োগ করে শুরুতে লস করে বসেন আবার অনেকেই পুঁজি হারান। নতুন বিনিয়োগকারীদের শুরুতে এরকম ক্ষতির মুখে পড়া থেকে রক্ষা করতে StockNow সর্বদাই সচেষ্ট।

Open Price:
একটি কার্যদিবসের শুরুতে একটি শেয়ার যে মূল্য দিয়ে শুরু হয় তাকে বলা হয় Open Price।

High Price:
আজকের দিনের একটি শেয়ারের সর্বোচ্চ মূল্য কে বলা হয় High Price.

Low Price:
আজকের দিনের একটি শেয়ারের সর্বনিম্ন মূল্য কে বলা হয় Low Price.

YCP:
গতকালের শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় একটি শেয়ারের যে মূল্য ছিল তাকে বলা হয় YCP (Yesterday Close Price).

Volume:
আজকের দিনের কত সংখ্যাক শেয়ার লেন-দেন হলো র সংখ্যা।

কোথায় এবং কি ভাবে দেখবো
Open Price, High Price, Low Price, YCP, Volume.

StockNow মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা Open Price, High Price, Low Price, YCP, Volume. দেখতে পারি ।

মনে করি আমরা GP শেয়ারের Open Price, High Price, Low Price, YCP, Volume. দেখবো।

আমাদের প্রথমে StockNow Apps টি ডাউনলোড করে নিতে হবে।

তারপর StockNow Apps টি ওপেন করতে হবে।
Apps এর Home থেকে Share
Search
Search বারে টাইপ করে Gp লিখতে হবে । তখন আমরা GP শেয়ারটি দেখতে পাবো
GP শেয়ার টি ক্লিক করব।
Open লেখার নিচে আমরা ঐ কার্যদিবসের GP Open Price দেখতে পারবো।
High লেখার নিচে আমরা ঐ কার্যদিবসের GP High Price দেখতে পারবো।
Low লেখার নিচে আমরা ঐ কার্যদিবসের GP Low Price দেখতে পারবো।
Ycp লেখার নিচে আমরা ঐ কার্যদিবসের আগের কার্য়দিবসের GP YCP দেখতে পারবো।
Volume লেখার নিচে আমরা ঐ কার্যদিবসের GP Volume দেখতে পারবো।
Categories
বিনিয়োগ

পোর্টফোলিও কি ?

পোর্টফোলিও হল একজন বিনিয়োগকারী যে শেয়ারগুলি কিনেছেন সেগুলোর সংমিশ্রণ। আপনি যদি নতুন হন বা আগে কোনো শেয়ার না কিনে থাকেন তাহলে পোর্টফোলিও খালি থাকবে।

আপনি যদি কোনো শেয়ার আগে কিনে থাকেন তাহলে এই পেইজে সেই কেনা শেয়ারের ডিটেইলস দেখতে পাবেন। যেমন :

  • শেয়ার টি আপনি কত টাকায় কিনেছেন (Buying  price)
  • শেয়ার টি আপনি কত গুলো কিনেছেন (Quantity )
  • ওই শেয়ার টি তে টোটাল আপনি কত ইনভেস্ট করেছেন (Total Amount)
  • ডে গেইন/ডে লস (Day gain /Day Loss); এর মানে হলো আজ ওই শেয়ার টার উপর কত লাভ বা লস হয়েছে।
  • এছাড়া হলো টোটাল গেইন / টোটাল লস (Total gain /Total loss) টাও দেখতে পাবেন।