Categories
জিজ্ঞাসা শেয়ার বাজার

এনগালফিং কি এবং কিভাবে সেট করে

এনগালফিং কি এবং কিভাবে সেট করে সেভ দিবেন জানতে ভিডিওটি দেখুন।https://youtu.be/u9lQs1iDc4U

এনগাল্ফিং বিয়ারিশ প্যাটার্ন হল একটি রিভার্সাল প্যাটার্ন যা সাধারণত একটি নির্দিষ্ট আপট্রেন্ডের শেষে পাওয়া যায় এবং এতে দুটি ক্যান্ডেল থাকে. প্রথম দিনে, এই মোমবাতির প্যাটার্ন একটি ছোট শরীর ব্যবহার করে. তখন এটি এমন এক দিন অনুসরণ করা হয় যখন মোমবাতির শরীর সেই দিন থেকে শুরু হয় আর তার বিপরীত দিকে বন্ধ হয়ে যায়.

Categories
কোম্পানি ফান্ডামেন্টালস জিজ্ঞাসা শেয়ার বাজার

ডোজি কি?

Doji পরিচিতি

ডজি হচ্ছে একটি নির্দিষ্ট ক্যান্ডেল এর মাধ্যমে গঠিত এক ক্যান্ডেল বিশিষ্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটি মুলত গঠিত হয় যখন মার্কেটে অবস্থিত Buyer কিংবা Seller এর কেউই প্রাইস এর নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিতে পারেন না। অর্থাৎ, যদি ক্যান্ডেল এর হিসাবে বলি তাহলে ক্যান্ডেলটির ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস হবে একই সমান।


এই ধরনের ক্যান্ডেলটির বডির আকার থাকে না যেটি বোঝায় মার্কেট এর নিয়ন্ত্রণ বাইয়ার কিংবা সেলার কারও কাছে নেই।

ক্যান্ডেল এর উপরে এবং নিচে বিদ্যমান দাগ কিংবা Shadow এর উপর নির্ভর করে এই Doji ক্যান্ডেলগুলো দেখতে অনেকটা cross, inverted cross কিংবা a plus sign এর মতন দেখায়। নিচের ছিবিটি দেখে বোঝার চেষ্টা করুন।

Doji candle pattern

ক্যান্ডেল এর উপরে এবং নিচে বিদ্যমান দাগ কিংবা Shadow এর উপর নির্ভর করে এই Doji ক্যান্ডেলগুলো দেখতে অনেকটা cross, inverted cross কিংবা a plus sign এর মতন দেখায়। নিচের ছিবিটি দেখে বোঝার চেষ্টা করুন।

গঠন

তবে চার্টে এটি খুঁজে নেয়ার পূর্বে অবশ্যই এর কিছু বিদ্যমান লক্ষন কিংবা চিহ্ন সম্পর্কে জানতে হবে। তাহলে চলুন এর গঠন সম্পর্কে কিছু তথ্য জেনে নেয়া যাকঃ

  • ক্যান্ডেলটির ওপেন এবং ক্লোজ প্রাইস হবে একে অন্যের সমান কিংবা প্রায় কাছাকাছি। যার কারনে ক্যান্ডেলটির বডির আকার থাকবে না কিংবা থাকলেও হবে খুবই ছোট।
  • ক্যান্ডেলটির উপরে এবং নিচে অবশ্যই দাগ কিংবা shadow থাকবে কিংবা দুই দিকেই এটি থাকতে পারে।

ক্যান্ডেলটির মাঝখানে যেই দাগ অর্থাৎ horizontal line যেটি থাকবে এটি হবে মুলত হবে ক্যান্ডেল এর ওপেনিং এবং ক্লোজিং প্রাইস একই লেভেলে থাকার কারনে।

অন্যদিকে, ক্যান্ডেল উপর থেকে নিচের দিকে যেই দাগ অর্থাৎ vertical line সেই বোঝায়, ওই টাইমফ্রেমে প্রাইস রেঞ্জ কি পরিমাণ ছিল সেটি। অনেকটাই হচ্ছে, যদি ধরে নেই H1 টাইমফ্রেম তাহলে এই টাইমফ্রেমে সর্বাধিক এবং সর্বনিম্ন প্রাইস এর রেঞ্জ কি ছিল সেটি বোঝায়।

অর্থ

Doji ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি মার্কেটে প্রাইস এর সন্দিহান একটি আচরন সম্পর্কে ইঙ্গিত প্রদান করে যেখানে বাইয়ার কিংবা সেলার এর কেউই প্রাইসকে নিজেদের নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়না যার ফলে চার্টে ক্যান্ডেলটি একবার উপরে এবং একবার নিচে মুভ করতে থাকে এবং শেষ হয় ক্যান্ডেল এর ওপেন প্রাইস এর কাছে এসে। যার কারনে এই ক্যান্ডেল এর বডির আকার হয় অনেক ছোট কিংবা অনেক সময় থাকেও না।

নির্দিষ্ট টাইমফ্রেমে প্রাইস ক্রমশ একাধিকবার বাই এবং সেল এর হিসাবে মুভ করলেও ক্যান্ডেলটি ক্লোজ হয় এর ওপেন প্রাইস এর ঠিক কাছে এসেই।

মার্কেট প্রাইস যখন ট্রেন্ডিং পজিশন অর্থাৎ প্রাইস যখন নির্দিষ্ট ট্রেন্ড এর মধ্যে থাকে তখন সাধারনত Doji প্যাটার্ন দেখা যায় না। এটি মুলত হয় যখন প্রাইস সাইডওয়ে ট্রেন্ডে থাকে কিংবা একটি নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যে ঘুরতে থাকে তখন।

যদি এমন হয়, প্রাইস আপট্রেন্ডে যেয়ে কিছুখন পর এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে যেটি তখন বোঝায়, প্রাইস এর নিয়ন্ত্রণ-মার্কেটে অবস্থিত Buyer এর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ, বাইয়ার তাদের ক্ষমতা হারাচ্ছে

অন্যদিকে, যদি এমন হয়, প্রাইস ডাউনট্রেন্ডে যেয়ে কিছুখন পর এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে যেটি তখন বোঝায়, প্রাইস এর নিয়ন্ত্রণ-মার্কেটে অবস্থিত Seller এর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ, সেলার তাদের ক্ষমতা হারাচ্ছে

Categories
কোম্পানি ফান্ডামেন্টালস জিজ্ঞাসা শেয়ার বাজার

সুচক কী?

স্টক মার্কেট সূচক হিসাবেও পরিচিত, বাজার সূচক হল কোনো কিছুর পরিমাপ বা সূচক। সাধারণত, এটি স্টক মার্কেটে ঘটছে পরিবর্তনের পরিসংখ্যানগত পরিমাপকে বোঝায়। সাধারণত,বন্ধন এবং স্টক মার্কেট সূচকগুলি সিকিউরিটিজের একটি অনুমানমূলক পোর্টফোলিও নিয়ে গঠিত যা একটি নির্দিষ্ট অংশ বা সমগ্র বাজারকে প্রতিনিধিত্ব করে।

Categories
জিজ্ঞাসা শেয়ার বাজার

কিভাবে আমি শেয়ার কিনবো বা বিক্রি করবো ?

আপনার বিও একাউন্টে টাকা জমা করার পর আপনি শেয়ার বেচা-কেনার জন্য তৈরি। আপনি বিভিন্ন ভাবে শেয়ার কেনা বেচা করতে পাড়বেন-

  • অনলাইন(মোবাইল এপ্স বা আমাদের ওয়েব সাইট লিংক)
  • অথোরাইজ রিপ্রেজেন্টেটিভকে ফোনের মাধ্যমে
  • সরাসরি ব্রাঞ্চে এসে
Categories
শেয়ার বাজার

শেয়ার বাজার কি?

শেয়ার বাজার এমন একটি স্থান কে নির্দেশ করে যেখানে বিভিন্ন পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার  কেনা ও বেচা করা হয়। একে পুঁজি বাজারও বলা হয়। শেয়ার কেনা ও বেচার জন্য বাংলাদেশে দুটি বাজার আছে। একটি ঢাকা স্টক এক্সচেঞ্জ, অপরটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আবার এই দুটি বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

Categories
শেয়ার বাজার

শেয়ার বাজার ইনডেক্স বা সূচক

শেয়ার ইনডেক্স বা বাংলায় শেয়ার সূচক বলতে শেয়ার বাজারের একটি অংশের মুল্যের পরিবর্তনগুলির পরিসংখ্যানিক পরিমাপকে বোঝায়। এক কথায় কিছু শেয়ারের দামের সমষ্টিগত পরির্বতনকে বুঝায়। কোন ইনডেক্সের ভিতর নির্বাচিত কিছু শেয়ার থাকে তাদের ভিতর কিছু শেয়ারের দাম কমে আবার কিছু শেয়ারের দাম বাড়ে। তাই তাদের অভার-অল কি ধরনের পরিবর্তন হয়  তা বোঝার জন্য শেয়ার ইনডেক্সগুলো ব্যবহার করা হয়। ইনডেক্সকে সম্পূর্ণ শেয়ারবাজারের মূল্যের ওঠানামার নির্দেশক হিসেবে ধরা হয়।

শেয়ারবাজারে একের অধিক ইনডেক্স থাকতে পারে। বাংলাদেশের দুই শেয়ারবাজারে মোট ৮টি ইনডেক্স বা সূচক রয়েছে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩টি আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫টি সূচক রয়েছে।

একজন বিনিয়োগকারীকে অবশ্যই ইনডেক্স এর তাৎপর্য বুঝতে হবে। প্রতিটি ইনডেক্সের একটি ভ্যালু বা মান থাকে । ধরুন গতকাল DSEX ইনডেক্সের ভ্যালু ছিল ৬০০০ আজকে তা বেড়ে  দাড়িয়েছে  ৬০৬০ সূচকে। তাহলে আমরা বলতে পারি সূচকের পরিমান এক দিনে বৃদ্ধি পেয়েছে ৬০ পয়েন্ট এবং গতকালকের তুলনায় আজ ইনডেক্সের পরিমান ১% বৃদ্ধি পেয়েছে। মার্কেট ক্যাপিটালের পরিমান বৃদ্ধি পেলেই সূচকের মান বৃদ্ধি পায়।

Categories
শেয়ার বাজার

DSEX, DSES, DS30 কি?

DSEX ইনডেক্স এর পূর্ণরুপ হচ্ছে Dhaka Stock Exchange Board Index। বাংলায় একে ঢাকা স্টক এক্সচেঞ্জ বোর্ড ইনডেক্স ও বলে । DSEX  মোট ইক্যুইটি মার্কেট ক্যাপিটালাইজেশনের প্রায় ৯৭% প্রতিফলিত করে। DSEX ইনডেক্স লিস্টে থাকতে হলে কোম্পানিটির মূলধন ১০০ মিলিয়ন টাকার উপরে থাকতে হবে। DSEX ইনডেক্স এর বেস বা সাপোর্ট ভ্যালু ২৯৫১.৯১ (১৭ জানুয়ারি ২০০৮)।

DSES ইনডেক্স কে বাংলায় শরীয়াহ সূচক বলা হয়। এটি DSEX এর একটি সাবসেট যা শরিয়াহ, ইসলামী ধর্মীয় আইন যেমন হারাম বাণিজ্য, মাদক উৎপাদন, সুদ ভিত্তিক প্রতিষ্ঠান, বিজ্ঞাপনী সংস্থা ইত্যাদি এই সূচকে অন্তর্ভূক্ত হবে না।  ইসলামি শরিয়াভিত্তিক বিনিয়োগ আকৃষ্ট করতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইএস) সংযুক্ত করা হয়।

DS30 ৩০ টি প্রধান বা লিডিং কোম্পানি নিয়ে DS30 ইনডেক্স গঠিত হয়। DS30 মোট ইক্যুইটি মার্কেট ক্যাপিটালাইজেশনের প্রায় ৫১% প্রতিফলিত করে। DS30 ইনডেক্স লিস্টে থাকতে হলে কোম্পানিটির মূলধন ৫০০ মিলিয়ন টাকার উপরে থাকতে হবে এবং ৩ মাসে গড়ে প্রতিদিন কমপক্ষে ৫ মিলিয়ন টাকার লেনদেন হতে হবে। এছাড়াও, সর্বশেষ ১২ মাসে পজিটিভ নেট আয় দ্বারা পরিমাপকৃত শেয়ারগুলিকে অবশ্যই লাভজনক হতে হবে। DS30 ইনডেক্স এর বেস বা সাপোর্ট ভ্যালু ১০০০।

এইখানে DSEX সূচকের মান ৬০৬৯.২৮ যা গতকালকের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১৪.২৩ পয়েন্ট এবং গতকালকের তুলনায় আজ ইনডেক্সের পরিমান .২৪% বৃদ্ধি পেয়েছে

Categories
কোম্পানি ফান্ডামেন্টালস জিজ্ঞাসা বিনিয়োগ শেয়ার বাজার শেয়ার বাজারের প্রাথমিক ধারণা শেয়ার লেনদেন শেয়ারের অবস্থান শেয়ারের মৌলিক বিষয়বস্তু

একটি শেয়ারের যে সকল সাধারণ তথ্য জানা একান্ত প্রয়োজন ।

শেয়ার বাজার সম্পর্কে ভালোভাবে না জেনেই বিনিয়োগ করে শুরুতে লস করে বসেন আবার অনেকেই পুঁজি হারান। নতুন বিনিয়োগকারীদের শুরুতে এরকম ক্ষতির মুখে পড়া থেকে রক্ষা করতে StockNow সর্বদাই সচেষ্ট।

Open Price:
একটি কার্যদিবসের শুরুতে একটি শেয়ার যে মূল্য দিয়ে শুরু হয় তাকে বলা হয় Open Price।

High Price:
আজকের দিনের একটি শেয়ারের সর্বোচ্চ মূল্য কে বলা হয় High Price.

Low Price:
আজকের দিনের একটি শেয়ারের সর্বনিম্ন মূল্য কে বলা হয় Low Price.

YCP:
গতকালের শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় একটি শেয়ারের যে মূল্য ছিল তাকে বলা হয় YCP (Yesterday Close Price).

Volume:
আজকের দিনের কত সংখ্যাক শেয়ার লেন-দেন হলো র সংখ্যা।

কোথায় এবং কি ভাবে দেখবো
Open Price, High Price, Low Price, YCP, Volume.

StockNow মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা Open Price, High Price, Low Price, YCP, Volume. দেখতে পারি ।

মনে করি আমরা GP শেয়ারের Open Price, High Price, Low Price, YCP, Volume. দেখবো।

আমাদের প্রথমে StockNow Apps টি ডাউনলোড করে নিতে হবে।

তারপর StockNow Apps টি ওপেন করতে হবে।
Apps এর Home থেকে Share
Search
Search বারে টাইপ করে Gp লিখতে হবে । তখন আমরা GP শেয়ারটি দেখতে পাবো
GP শেয়ার টি ক্লিক করব।
Open লেখার নিচে আমরা ঐ কার্যদিবসের GP Open Price দেখতে পারবো।
High লেখার নিচে আমরা ঐ কার্যদিবসের GP High Price দেখতে পারবো।
Low লেখার নিচে আমরা ঐ কার্যদিবসের GP Low Price দেখতে পারবো।
Ycp লেখার নিচে আমরা ঐ কার্যদিবসের আগের কার্য়দিবসের GP YCP দেখতে পারবো।
Volume লেখার নিচে আমরা ঐ কার্যদিবসের GP Volume দেখতে পারবো।