Categories
জিজ্ঞাসা

শেয়ারের RSI সম্পর্কে জানতে চাই। RSI কত হলে শেয়ারে এন্টি নেওয়া যায়?

ট্রেডিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় একটি ইন্ডিকেটর হচ্ছে RSI Indicator । যারা রিয়েল ট্রেড করছেন, তাদের মধ্যে প্রায় ৮০ ভাগই এই ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করে থাকেন। আজকের আর্টিকেলে এই ইন্ডিকেটরটির বিস্তারিত তথ্য এবং কিভাবে এই ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করবেন সেটি, আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো।

অনুগ্রহ করে আর্টিকেলটি ভালো করে পড়ুন এবং বোঝার চেষ্টা করুন। যদি বিস্তারিত বুঝতে কোনও সমস্যা হয় তাহলে অনুগ্রহ করে নিচের কমেন্ট সেকশনে জানবেন কিংবা আমাদের ইমেইলও করতে পারেন।

RSI = Relative Strength Index

RSI Indicator- অনেকটা stochastic এর মতন কাজ করে অর্থাৎ এটিও মার্কেটের Overbought এবং Oversold কন্ডিশন নির্দেশ করে। এটিরও একটি পরিমাপক স্কেল রয়েছে যার ভেলু 0-100 পর্যন্ত হয়ে থাকে।

যখন রিডিং 30 এর নিচে চলে আসে তখন এটি আপনাকে Oversold এবং যখন রিডিং 70 এর উপরে চলে যায় তখন আপনাকে Overbought কন্ডিশন নির্দেশ করে।

RSI Indicator- ব্যাবহার করে কিভাবে ট্রেড করবেন?

RSI Indicator কে অনেকটা Stochastic এর মতন করে ব্যাবহার করা যেতে পারে। ট্রেডাররা সবচেয়ে বেশী ব্যাবহার করে মার্কেটে কন্ডিশের উপর ভিত্তি করে সবচেয়ে ভালো পজিশনে ট্রেড এন্ট্রি নেয়ার জন্য।

RSI Indicator- ব্যবহার করে মার্কেট ট্রেন্ড নির্ধারণ:

RSI Indicator খুবই জনপ্রিয় একটি ইন্ডিকেটর যা ট্রেন্ড ফরমেশন কনফার্ম হবার জন্য ব্যাবহার করা হয়। মার্কেটে যদি আপনার কখনও মনে হয় নতুন কোন ট্রেন্ড তৈরি হচ্ছে তাহলে আপনার RSI Indicator এর রিডিংটা একবার দেখে নিতে হবে যে এটা 50 এর উপরে আছে নাকি 50 এর নিচে রয়েছে। যদি আপনার মনে হয় একটি পসিবল আপট্রেন্ডে্র (Buy) সম্ভাবনা রয়েছে তাহলে শিউর হয়ে নিবেন RSI এর রিডিং 50 এর উপরে রয়েছে কিনা।

আর যদি আপনার মনে হয় একটি পসিবল ডাউনট্রেন্ডের (Sell) সম্ভাবনা আছে তাহলে দেখে নিবেন RSI এর রিডিং 50 এর নিচে আছে নাকি।

চার্টের শুরুতে আমরা দেখেছিলাম একটি পসিবল ডাউনট্রেন্ডের (Sell) সম্ভাবনা তৈরি হচ্ছিলো। Fake outs থেকে বাচার জন্য আমরা RSI Indicator এর রিডিং 50 এর নিচে নামার আগ পর্যন্ত অপেক্ষা করতে পারি। ভালো করে শিউর হবার জন্য আমরা দেখব RSI Indicator এর রিডিং 50 ক্রস করেছে কিনা, যদি করে থাকে তাহলে এটা আমদের একটা ভালো সেল (Sell) এর নির্দেশনা দিবে।

Categories
জিজ্ঞাসা

লোপেইডাপ শেয়ার কোন গুলা তাদের নাম

অনুগ্রহপূর্বক নিচের লিংকে ক্লিক করে ভিডিওটি দেখুন ধন্যবাদ।

Categories
জিজ্ঞাসা

কি ভাবে StockNow VIP মেম্বার হব?

অনুগ্রহপূর্বক নিচের লিংকে ক্লিক করে ভিডিওটি দেখুন ধন্যবাদ।

https://www.youtube.com/c/StockNow/search?query=MACd

অথবা আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন 0160 999 8469 ,01720149121  ধন্যবাদ।

Categories
জিজ্ঞাসা

MACD crossover stock কিভাবে scan করব?

MACD Indicator = Moving Average Convergence Divergence. এই ইন্ডিকেটরটি মুভিংএভারেজ কেলকুলেট করার মাধ্যমে ট্রেডারকে নতুন একটি ট্রেন্ড হচ্ছে কিনা তা বুঝতে সাহায্য করে সেটা বুল্লিশই হোক কিংবা বেয়ারিশই হোক। মোটকথা, আমাদের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন কোন ট্রেন্ড হচ্ছে কিনা সেটা ধরতে পারা কারন, সবচেয়ে বেশী প্রফিট মার্কেট ট্রেন্ড থেকেই পাওয়া যায়।

Categories
জিজ্ঞাসা

লো ক্যাপ ক্যাটাগরির শেয়ার কি করে বাহির করবো ধন্যবাদ।

ভিডিও আছে লিংকটি নিচে দেওয়া হল https://www.youtube.com/watch?v=6DkVVBQAVfs&t=11s

Low Paid-up শেয়ার লিস্ট কিভাবে দেখবেন ?

Categories
জিজ্ঞাসা

ইন্ডিকেটর কি?

ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে। এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সে অনুসারে ট্রেড করতে পারেন। এছাড়া অনেক ইন্ডিকেটর মার্কেট ট্রেন্ড বুঝতেও আপনাকে সাহায্য করবে।

মনে রাখবেন ইন্ডিকেটর কিন্তু কিছু নির্দিষ্ট ফর্মুলা দিয়ে কাজ করে। তাই আপনি যে সব সময় সঠিক সিগন্যাল পাবেন তা নয়। অনেক সময় ভুল সিগন্যাল আসতে পারে। আবার ফান্ডামেন্টাল নিউজের কারনে ইন্ডিকেটরের সিগন্যাল অনেক সময় কাজ করবে না। তাই অন্ধভাবে ইন্ডিকেটর অনুসরন না করে নিজের অ্যানালাইসিসকে এর সাথে কাজে লাগিয়ে ট্রেড করুন।

অনেক ইন্ডিকেটর রয়েছে। মেটাট্রেডারে ডিফল্টভাবে কিছু ইন্ডিকেটর দেয়া থাকে। যেমনঃ Bollinger Bands, Moving Average, parabolic Sar ইত্যাদি। এছাড়াও অনলাইনে হাজার হাজার ইন্ডিকেটর ফ্রি পাওয়া যায়। আপনি সেগুলো মেটাট্রেডারে যোগ করে নিতে পারবেন। গুগলে indicator লিখে সার্চ করলেই অনেক ইন্ডিকেটর পাবেন। এছাড়া ইন্ডিকেটর” সেকশনে অনেক ইন্ডিকেটর রয়েছে। যেকোনো ইন্ডিকেটর প্রথমে ডেমোতে টেস্ট করে দেখুন। ফলাফল ভাল লাগলে তারপর রিয়েল ট্রেডে ব্যবহার করুন।

প্রফিট করার অনেক উপায় রয়েছে। আর আপনি যখন ইন্ডিকেটর নিয়ে কাজ করবেন, এরা আপনার ট্রেডিং টুলবক্সে একেকটি ভিন্ন ভিন্ন টুলস হিসেবে কাজ করবে। আপনার হয়তো ইন্ডিকেটর ব্যবহার করার প্রয়োজন নাও থাকতে পারে, কারন হয়ত আপনি নিজেই অনেক ভাল মার্কেট অ্যানালাইসিস করতে পারেন অথবা আপনার আগে থেকেই পছন্দের ইন্ডিকেটর রয়েছে। কিন্তু নতুন নতুন টুলস আপনার ট্রেডিংকে আরও সমৃদ্ধ করবে এবং আপনি আরও ভালভাবে অ্যানালাইসিস করতে সক্ষম হবেন। কিন্তু খুব বেশি ইন্ডিকেটর ব্যবহার না করাই ভাল। ভিন্ন ভিন্ন ইন্ডিকেটর হয়তো আপনাকে আরও দ্বিধাগ্রস্থ করে তুলবে।

আমরা এখানে যেসব ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব তা হলঃ

  • Bollinger Bands
  • Moving Average
  • RSI
  • ADX
  • Parabolic Sar
  • Stochastic

আরও অনেক ইন্ডিকেটর রয়েছে। ভবিষ্যতে বিডিপিপস ফরেক্স স্কুলে আর নতুন নতুন ইন্ডিকেটর যুক্ত করা হবে।
শুধুমাত্র একটি ইন্ডিকেটর কখনো অন্ধভাবে অনুসরণ করবেন না। কমপক্ষে ২-৩ টি ইন্ডিকেটর দেখে অ্যানালাইসিস করে ট্রেডের প্রস্তুতি নিন। ইন্ডিকেটর অনেক সময় ভুল সিগন্যাল দেয়।

Categories
জিজ্ঞাসা

একটা কোম্পানির কত গুলো শেয়ার আছে কিভাবে বুঝবো

একটি কোম্পানির কতগুলি শেয়ার আছে তা জানতে StockNow apps আপনার শেয়ারটি সিলেক্ট করুন এডভাঞ্চ চার্ট থেকেই সহজে জানতে পারবেন ধন্যবাদ

Categories
জিজ্ঞাসা

আসসালামু আলাইকুম আমি ভিআইপি মেম্বর হতে চাই।

 নিচের লিংক এ ক্লিক করে দেখে নিতে পারেন মেম্বারশীপ নেয়ার প্রক্রিয়া অথবা আপনার সমস্যাটি সমাধান এর জন্যএই 0160 999 8469 ,01720149121  নাম্বারে যোগাযোগ করুন।

Categories
জিজ্ঞাসা

আমি নতুন, কিভাবে শেয়ার বাজার সম্পর্কে শিখবো?

StockNow টিম সর্বপ্রথম বারের মত নিয়ে এসেছে বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে একটি আধুনিক এপস যার মাধ্যমে শেয়ার বিনিয়োগকারীগন খুব সহজে শেয়ার বাজার পর্যবেক্ষণ করে বিনিয়োগ করতে পারবেন , সেই লক্ষ্যে StockNow এ রয়েছে সহজ টুলস সমূহ। হাতের কাছেই এডভান্স সব ফিচার নিয়ে খুব সহজে অল্প সময়ে এনালাইসিস করার সুবিধা । StockNow টিম প্রতিনিয়ত নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে যেন ব্যবহারকারিরা খুব সহজে শেয়ার বাজার পর্যবেক্ষণ করতে পারেন। আমরা চেষ্টা করে যাচ্ছি শেয়ার বাজারের প্রতিটি কোম্পানির তথ্যসমূহ সঠিক ভাবে প্রদর্শন করতে, আপনাদের দেয়া ফিডব্যাক আর ভালবাসা আমাদের অনুপ্রাণিত করে। আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ । আরো নতুন নতুন ফিচার পেতে আমাদের সাথেই থাকুন

নতুন বিনিয়োগ কারীরা যাতে সহজে শেয়ার বাজার সম্পর্কে জানতে এবং শিখতে পারে এর জন্য আমাদের stockNow একটি ব্লগ সাইট রয়েছে। যেখান থেকে আপনি খুব সহজে শেয়ার বাজারের খুটি-নাটি সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও Youtube channel https://www.youtube.com/c/StockNow/videos আপনি আমাদের ডেডিকেটেড কাস্টমার অপারেটরের সাথে ফেস-বুক https://www.facebook.com/stocknow.mobi বা ফোনে +8801609998469,01720149121  কথা বলে পরামর্শ নিতে পারবেন।

Categories
জিজ্ঞাসা

কিভাবে আইপিওতে আবেদন করবো?

নতুন বাজারে আসা সকল আইপিওতে অনলাইনে বা ব্রাঞ্চে এসে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য আমাদের ওয়েব সাইটে(IPO Apply link) গিয়ে আবেদন করতে হবে। এর আগে আপনাকে মনে রাখতে হবে যে আপনার বিও একাউন্ট পর্যাপ্ত পরিমান ব্যালেন্স রয়েছে কিনা। (মিউচুয়াল ফান্ড এবং বন্ড ব্যতীত)