Categories
শেয়ার বাজারের প্রাথমিক ধারণা শেয়ারের মৌলিক বিষয়বস্তু

আইপিও (IPO) বা প্রাইমারি শেয়ার কি ?

প্রাইমারি শেয়ার  ইনিশিয়াল পাবলিক অফার বা আইপিও নামেও পরিচিত।  বাজারে কোন কোম্পানি প্রথম প্রাইমারি শেয়ারের মাধ্যমে প্রবেশ করে। অর্থাৎ নতুন কোন কোম্পানিকে বাজারে অন্তর্ভুক্ত হতে হলে তাকে প্রথমে প্রাইমারি শেয়ার ছাড়তে হবে।

প্রাইমারি শেয়ার কিনতে আগ্রহীদের পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে দরখাস্ত আহবান করে সংশ্লিষ্ট কোম্পানি। বর্তমানে দেখা যায়, কোম্পানির প্রয়োজনীয় শেয়ার লটের চেয়ে প্রায় ৫০-৬০ গুণ এমনি ১০০ গুণ পর্যন্ত বেশি দরখাস্ত জমা পড়ে। সেজন্য সংশ্লিষ্ট কোম্পানি লটারির মাধ্যমে প্রয়োজনীয় শেয়ার লট সংগ্রহ করে থাকে। প্রাইমারি শেয়ার বাজারে এলে বিও অ্যাকাউন্টধারী যে কেউ এই শেয়ার কেনাবেচা করতে পারে

প্রতিটি কোম্পানির প্রাইমারি  শেয়ার যে দামে ছাড়ে  তাকে  ফেইস ভ্যালু বলে । কখনো কখনো ফেইস ভেল্যুর সাথে  প্রিমিয়াম যোগ করে একটি নির্দিষ্ট টাকায় শেয়ারটি অফার করে থাকে । ধরা যাক কোন কোম্পানির ফেস ভ্যালু ১০ টাকা এবং তারা ৫ টাকা প্রিমিয়াম সহ শেয়ারের দাম নির্ধারণ করল ১৫ টাকা। এখন যদি ঐ শেয়ার IPO এর মাধ্যমে পেয়ে থাকেন তবে প্রতি শেয়ারে দাম পরে ১৫ টাকা। তারপর এখন ইচ্ছা করলে এই শেয়ার সেকেন্ডারি মার্কেটে বিক্রি করতে পারবেন।

আইপিও ছাড়তে দুটি শর্ত পূরণ করতে হবে:

  • কোম্পানিটি অবশ্যই একটি পাবলিক লিমিটেড কোম্পানি হতে হবে।
  • কোম্পানিকে অবশ্যই শেয়ার মার্কেটে (এসইসি, ডিএসই এবং সিএসই) তালিকাভুক্ত হতে হবে।
Categories
কোম্পানি ফান্ডামেন্টালস জিজ্ঞাসা বিনিয়োগ শেয়ার বাজার শেয়ার বাজারের প্রাথমিক ধারণা শেয়ার লেনদেন শেয়ারের অবস্থান শেয়ারের মৌলিক বিষয়বস্তু

একটি শেয়ারের যে সকল সাধারণ তথ্য জানা একান্ত প্রয়োজন ।

শেয়ার বাজার সম্পর্কে ভালোভাবে না জেনেই বিনিয়োগ করে শুরুতে লস করে বসেন আবার অনেকেই পুঁজি হারান। নতুন বিনিয়োগকারীদের শুরুতে এরকম ক্ষতির মুখে পড়া থেকে রক্ষা করতে StockNow সর্বদাই সচেষ্ট।

Open Price:
একটি কার্যদিবসের শুরুতে একটি শেয়ার যে মূল্য দিয়ে শুরু হয় তাকে বলা হয় Open Price।

High Price:
আজকের দিনের একটি শেয়ারের সর্বোচ্চ মূল্য কে বলা হয় High Price.

Low Price:
আজকের দিনের একটি শেয়ারের সর্বনিম্ন মূল্য কে বলা হয় Low Price.

YCP:
গতকালের শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় একটি শেয়ারের যে মূল্য ছিল তাকে বলা হয় YCP (Yesterday Close Price).

Volume:
আজকের দিনের কত সংখ্যাক শেয়ার লেন-দেন হলো র সংখ্যা।

কোথায় এবং কি ভাবে দেখবো
Open Price, High Price, Low Price, YCP, Volume.

StockNow মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা Open Price, High Price, Low Price, YCP, Volume. দেখতে পারি ।

মনে করি আমরা GP শেয়ারের Open Price, High Price, Low Price, YCP, Volume. দেখবো।

আমাদের প্রথমে StockNow Apps টি ডাউনলোড করে নিতে হবে।

তারপর StockNow Apps টি ওপেন করতে হবে।
Apps এর Home থেকে Share
Search
Search বারে টাইপ করে Gp লিখতে হবে । তখন আমরা GP শেয়ারটি দেখতে পাবো
GP শেয়ার টি ক্লিক করব।
Open লেখার নিচে আমরা ঐ কার্যদিবসের GP Open Price দেখতে পারবো।
High লেখার নিচে আমরা ঐ কার্যদিবসের GP High Price দেখতে পারবো।
Low লেখার নিচে আমরা ঐ কার্যদিবসের GP Low Price দেখতে পারবো।
Ycp লেখার নিচে আমরা ঐ কার্যদিবসের আগের কার্য়দিবসের GP YCP দেখতে পারবো।
Volume লেখার নিচে আমরা ঐ কার্যদিবসের GP Volume দেখতে পারবো।
Categories
শেয়ার বাজারের প্রাথমিক ধারণা

শেয়ার প্রিমিয়াম কি ?

Categories
শেয়ার বাজারের প্রাথমিক ধারণা

ভালো ব্রোকার হাউজ চেনার উপায় গুলো কি ক?

  • ভালো কাস্টমার সার্ভিস।
  • ব্যাংকিং/মোবাইল মানি লেনদেন সেবা।
  • কমিশন রেট কত।
  • আইটি সিস্টেম কেমন।
  • ব্রাঞ্চ কতটি আছে এবং আপনার কাছাকাছি তাদের কোন ব্রাঞ্চে আছে কি।

Categories
শেয়ার বাজারের প্রাথমিক ধারণা

শেয়ার ক্রয় বিনিয়োগ করে বিপদে পরলে কি করতে হবে?

Categories
শেয়ার বাজারের প্রাথমিক ধারণা

শেয়ার বিনিয়োগ করলে কি কি ধরনের খরচ করতে হবে?

Categories
শেয়ার বাজারের প্রাথমিক ধারণা

শেয়ার বিক্রয় করলে টাকা কখন পাবো?

Categories
শেয়ার বাজারের প্রাথমিক ধারণা

ব্রোকার কে?

Categories
শেয়ার বাজারের প্রাথমিক ধারণা

কিভাবে শেয়ার ক্রয় বিক্রিয় করা যায়?

Categories
শেয়ার বাজারের প্রাথমিক ধারণা

কত টাকা হলে শেয়ার ব্যবসা শুরু করা যায়?

যারা শেয়ার বাজারে নতুন বিনিয়োগ করতে চায়। তারা বেশিরভাগ সময়ই একটা প্রশ্ন করেন ❝যে কমপক্ষে কত টাকা নিয়ে শেয়ার ব্যবসা শুরু করা যায়? ❞

কমপক্ষে কত টাকা নিয়ে শেয়ার বাজার শুরু করবেন তা নির্ভর করে দুটি বিষয়ের উপরে।

তা হলো আপনি কি প্রাথমিক শেয়ার কিনবেন নাকি আপনি সেকেন্ডারি শেয়ার কিনবেন।

আপনি কত টাকা দিয়ে শুরু করবেন এটা আপনার উপর নির্ভর করে। আর আপনার ন্যূনতম যেকোনো সংখ্যক টাকা নিয়েই শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করতে পারেন।