Categories
বিনিয়োগ

পোর্টফোলিও কি ?

পোর্টফোলিও হল একজন বিনিয়োগকারী যে শেয়ারগুলি কিনেছেন সেগুলোর সংমিশ্রণ। আপনি যদি নতুন হন বা আগে কোনো শেয়ার না কিনে থাকেন তাহলে পোর্টফোলিও খালি থাকবে।

আপনি যদি কোনো শেয়ার আগে কিনে থাকেন তাহলে এই পেইজে সেই কেনা শেয়ারের ডিটেইলস দেখতে পাবেন। যেমন :

  • শেয়ার টি আপনি কত টাকায় কিনেছেন (Buying  price)
  • শেয়ার টি আপনি কত গুলো কিনেছেন (Quantity )
  • ওই শেয়ার টি তে টোটাল আপনি কত ইনভেস্ট করেছেন (Total Amount)
  • ডে গেইন/ডে লস (Day gain /Day Loss); এর মানে হলো আজ ওই শেয়ার টার উপর কত লাভ বা লস হয়েছে।
  • এছাড়া হলো টোটাল গেইন / টোটাল লস (Total gain /Total loss) টাও দেখতে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *