Categories
শেয়ার বাজারের প্রাথমিক ধারণা

সিডিবিএল (CDBL) কি?

সিডিবিএল এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি অফ বাংলাদেশ লিমিটেড (Central depository of Bangladesh limited-CDBL)। 20 আগস্ট 2000 সালে কোম্পানি নিবন্ধন করা হয় এবং লেনদেন 2004 সাল থেকে যাত্রা শুরু হয়।

সিডিবিএল এর মূল কাজ হলো ডিজিটাল পদ্ধতিতে তথ্য ও হিসাব সংরক্ষণ রাখা। সহজ কথায় বলতে গেলে কম্পিউটারাইজড বুক এন্ট্রি সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীর ডাটা কন্ট্রোল করা। শেয়ার কেনাবেচার মাধ্যমে মালিকানা পরিবর্তন হয় এবং তার সাথে সাথে পরিবর্তন করা সিডিবিএল এর কাজ। মূলকথা শেয়ারবাজারের নিরাপত্তা এক বিশাল অংশ এই প্রতিষ্ঠান করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *