Categories
শেয়ার বাজার

DSEX, DSES, DS30 কি?

DSEX ইনডেক্স এর পূর্ণরুপ হচ্ছে Dhaka Stock Exchange Board Index। বাংলায় একে ঢাকা স্টক এক্সচেঞ্জ বোর্ড ইনডেক্স ও বলে । DSEX  মোট ইক্যুইটি মার্কেট ক্যাপিটালাইজেশনের প্রায় ৯৭% প্রতিফলিত করে। DSEX ইনডেক্স লিস্টে থাকতে হলে কোম্পানিটির মূলধন ১০০ মিলিয়ন টাকার উপরে থাকতে হবে। DSEX ইনডেক্স এর বেস বা সাপোর্ট ভ্যালু ২৯৫১.৯১ (১৭ জানুয়ারি ২০০৮)।

DSES ইনডেক্স কে বাংলায় শরীয়াহ সূচক বলা হয়। এটি DSEX এর একটি সাবসেট যা শরিয়াহ, ইসলামী ধর্মীয় আইন যেমন হারাম বাণিজ্য, মাদক উৎপাদন, সুদ ভিত্তিক প্রতিষ্ঠান, বিজ্ঞাপনী সংস্থা ইত্যাদি এই সূচকে অন্তর্ভূক্ত হবে না।  ইসলামি শরিয়াভিত্তিক বিনিয়োগ আকৃষ্ট করতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইএস) সংযুক্ত করা হয়।

DS30 ৩০ টি প্রধান বা লিডিং কোম্পানি নিয়ে DS30 ইনডেক্স গঠিত হয়। DS30 মোট ইক্যুইটি মার্কেট ক্যাপিটালাইজেশনের প্রায় ৫১% প্রতিফলিত করে। DS30 ইনডেক্স লিস্টে থাকতে হলে কোম্পানিটির মূলধন ৫০০ মিলিয়ন টাকার উপরে থাকতে হবে এবং ৩ মাসে গড়ে প্রতিদিন কমপক্ষে ৫ মিলিয়ন টাকার লেনদেন হতে হবে। এছাড়াও, সর্বশেষ ১২ মাসে পজিটিভ নেট আয় দ্বারা পরিমাপকৃত শেয়ারগুলিকে অবশ্যই লাভজনক হতে হবে। DS30 ইনডেক্স এর বেস বা সাপোর্ট ভ্যালু ১০০০।

এইখানে DSEX সূচকের মান ৬০৬৯.২৮ যা গতকালকের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১৪.২৩ পয়েন্ট এবং গতকালকের তুলনায় আজ ইনডেক্সের পরিমান .২৪% বৃদ্ধি পেয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *