Categories
জিজ্ঞাসা

index ki? 1 index koto taka

Categories
জিজ্ঞাসা

buy sell সাজেশন ফিচার কিভাবে পাবো?

  • আপনার মূল্যবান কমেন্টের জন্য ধন্যবাদ।

আপনার বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নিকট জানানো হয়েছে।আমাদের অ্যাপস ব্যবহার করার জন্য ধন্যবাদ।  আমরা ক্রমান্বয়ে নতুন নতুন ফিচার যোগ করব। আশা করি আমাদের সাথেই থাকবেন।

Categories
জিজ্ঞাসা

আগামী পাঁচ দিন যেসব শেয়ারের রেকর্ড ডেট আছে তা আজকে জানার উপায় কি ?

Sir, ধন্যবাদ, আপনার অনুসন্ধানের জন্য StockNow এ আপনি মার্কেট এনালাইসিস করতে পারবেন আপনার সকল ডিভাইসে

আমাদের লেপটপ ও ডেস্কটপ এর জন্য ওয়েবসাইট ও  মুঠো ফোন ও টেব  এর  জন্য এপপ্স রয়েছে যেখানে রয়েছে মার্কেট এনালিসিস এর সব টুলস এখন আপনার হাতের কাছেই 

Categories
জিজ্ঞাসা

portfolio তে CDBL charge add করব কিভাবে?

অনুগ্রহপূর্বক ভিডিওটি দেখুন অথবা আপনার সমস্যাটি সমাধান এর জন্যএই 0160 999 8469 নাম্বারে যোগাযোগ করুন।

Categories
জিজ্ঞাসা

কখন ক্যাশ ডিভিডেন্ড পাবো বা বোনাস শেয়ার বিক্রি করতে পারবো?

ডিভিডেন্ড (Dividend) অর্থ লভ্যাংশ। একটি কোম্পানির তার মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করে থাকে তা-ই লভ্যাংশ বা ডিভিডেন্ড। লভ্যাংশ নগদ টাকা বা স্টক (শেয়ার) অথবা উভয় আকারে হতে পারে।

Dividend Declaration Date হচ্ছে সেই তারিখ যে দিন কোম্পানি তার শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষনা দিয়ে থাকে। সাধারনত ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ডিভিডেন্ড ডিকলারেশনের পরের কার্যদিবসের জন্য শেয়ারের দামের জন্য কোন লিমিট থাকে না।

Spot Date হচ্ছে রেকর্ড তারিখের আগে ক্যাটাগরি ভেদে কয়েকদিন স্পট বা নগদ মার্কেটে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার কেনা-বেচা হয়ে থাকে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এ, বি ও এন ক্যাটাগরির শেয়ার রেকর্ড তারিখের ঠিক আগের দুই কার্যদিবস স্পট মার্কেটে কেনাবেচা হয়। অন্যদিকে জেড ক্যাটাগরির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয় নয় কার্যদিবস।

Record Date (রেকর্ড ডেট) হচ্ছে কোম্পানি নির্ধারিত একটি তারিখ, যে তারিখ পর্যন্ত শেয়ারহোল্ডারের নাম কোম্পানির রেজিস্টারে অন্তর্ভূক্ত থাকলে তিনি বার্ষিক সাধারণ সভা অথবা বিশেষ সাধারণ সভায় যোগদান এবং লভ্যাংশ প্রাপ্তি, রাইট শেয়ার প্রস্তাবে আবেদনের জন্য যোগ্য বিবেচিত হন।
রেকর্ড ডেটের পর কোনো শেয়ারহোল্ডার তার শেয়ার বিক্রি করে দিলেও তিনি ঘোষিত লভ্যাংশ প্রাপ্তি বা সভায় যোগদানের জন্য যোগ্য বিবেচিত হন। অন্যদিকে রেকর্ড ডেটের পর কোনো বিনিয়োগকারী সংশ্লিষ্ট শেয়ার কিনলে তিনি লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হন না। এ কারণে সাধারণত রেকর্ড ডেটের পর সংশ্লিষ্ট শেয়ারের মূল্য কিছুটা কমে যায়। একে মূল্য সমন্বয় (ex-dividend price adjustment) বলা হয়।
কোনো কোম্পানি বোনাস বা স্টক ডিভিডেন্ড দিলে রেকর্ড তারিখের পর তার সমন্বয় পরবর্তী মূল্যকে দিনের ভিত্তি মূল্য হিসেবে বিবেচনা করা হয়। ধরা যাক, রেকর্ড তারিখের আগে xyz ব্যাংকের শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ১৭ টাকা। ব্যাংকটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ ক্ষেত্রে রেকর্ড তারিখের পর প্রথম কার্যদিবসে এ শেয়ারের এডজাস্টেড দাম ধরা হবে ১৪ টাকা ৮০ পয়সা। দিনশেষে যদি শেয়ারটি ক্লোজিং মূল্য ১৪ টাকা ৮০ পয়সার বেশি হয়, তাহলে এর দাম বেড়েছে বলে গণ্য হবে। অন্যদিকে শেয়ারের ক্লোজিং মূল্য ১৪ টাকা ৮০ পয়সার কম হলে এর মূল্য কমেছে বলে গণ্য হবে। শেয়ারটির মূল্য পরিবর্তনের হার নির্নয় করা হবে ১৪ টাকা ৮০ পয়সা দরের ভিত্তিতে।

Payment Date হচ্ছে যারা রেকর্ড ডেট পর্যন্ত শেয়ার ধরে রেখে ছিল তারা বাৎসরিক সাধারন সভা বা Annual General Meeting (AGM) হওয়ার পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে তাদের বিও কোডের বোনাস শেয়ার ম্যাচিউর হবে ( রেকর্ড ডেটের পর যা লক হয়ে ছিল) এবং ক্যাশ ডিভিডেন্ড দিলে সেটা তাদের ব্যাংক একাউন্টে টাকা জমা হয় বা স্থায়ী ঠিকানায় ডিভিডেন্ড ওয়ারেন্ট লেটার পাঠানো হয়।

Categories
জিজ্ঞাসা

Spot Date ki

হচ্ছে রেকর্ড তারিখের আগে ক্যাটাগরি ভেদে কয়েকদিন স্পট বা নগদ মার্কেটে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার কেনা-বেচা হয়ে থাকে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এ, বি ও এন ক্যাটাগরির শেয়ার রেকর্ড তারিখের ঠিক আগের দুই কার্যদিবস স্পট মার্কেটে কেনাবেচা হয়। অন্যদিকে জেড ক্যাটাগরির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয় নয় কার্যদিবস।

Categories
জিজ্ঞাসা

Payment Date কি

Payment Date হচ্ছে যারা রেকর্ড ডেট পর্যন্ত শেয়ার ধরে রেখে ছিল তারা বাৎসরিক সাধারন সভা বা Annual General Meeting (AGM) হওয়ার পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে তাদের বিও কোডের বোনাস শেয়ার ম্যাচিউর হবে ( রেকর্ড ডেটের পর যা লক হয়ে ছিল) এবং ক্যাশ ডিভিডেন্ড দিলে সেটা তাদের ব্যাংক একাউন্টে টাকা জমা হয় বা স্থায়ী ঠিকানায় ডিভিডেন্ড ওয়ারেন্ট লেটার পাঠানো হয়।

Categories
জিজ্ঞাসা

রেকর্ড ডেট কি?

Record Date (রেকর্ড ডেট) হচ্ছে কোম্পানি নির্ধারিত একটি তারিখ, যে তারিখ পর্যন্ত শেয়ারহোল্ডারের নাম কোম্পানির রেজিস্টারে অন্তর্ভূক্ত থাকলে তিনি বার্ষিক সাধারণ সভা অথবা বিশেষ সাধারণ সভায় যোগদান এবং লভ্যাংশ প্রাপ্তি, রাইট শেয়ার প্রস্তাবে আবেদনের জন্য যোগ্য বিবেচিত হন।
রেকর্ড ডেটের পর কোনো শেয়ারহোল্ডার তার শেয়ার বিক্রি করে দিলেও তিনি ঘোষিত লভ্যাংশ প্রাপ্তি বা সভায় যোগদানের জন্য যোগ্য বিবেচিত হন। অন্যদিকে রেকর্ড ডেটের পর কোনো বিনিয়োগকারী সংশ্লিষ্ট শেয়ার কিনলে তিনি লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হন না। এ কারণে সাধারণত রেকর্ড ডেটের পর সংশ্লিষ্ট শেয়ারের মূল্য কিছুটা কমে যায়। একে মূল্য সমন্বয় (ex-dividend price adjustment) বলা হয়।
কোনো কোম্পানি বোনাস বা স্টক ডিভিডেন্ড দিলে রেকর্ড তারিখের পর তার সমন্বয় পরবর্তী মূল্যকে দিনের ভিত্তি মূল্য হিসেবে বিবেচনা করা হয়। ধরা যাক, রেকর্ড তারিখের আগে xyz ব্যাংকের শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ১৭ টাকা। ব্যাংকটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ ক্ষেত্রে রেকর্ড তারিখের পর প্রথম কার্যদিবসে এ শেয়ারের এডজাস্টেড দাম ধরা হবে ১৪ টাকা ৮০ পয়সা। দিনশেষে যদি শেয়ারটি ক্লোজিং মূল্য ১৪ টাকা ৮০ পয়সার বেশি হয়, তাহলে এর দাম বেড়েছে বলে গণ্য হবে। অন্যদিকে শেয়ারের ক্লোজিং মূল্য ১৪ টাকা ৮০ পয়সার কম হলে এর মূল্য কমেছে বলে গণ্য হবে। শেয়ারটির মূল্য পরিবর্তনের হার নির্নয় করা হবে ১৪ টাকা ৮০ পয়সা দরের ভিত্তিতে।

Categories
জিজ্ঞাসা

চার্টের মাধ্যমে কিভাবে এনালাইসিস করতে হয় তার ডিটেইলস টিউটোরিয়াল দিলে ভাল হয়।

বিনিয়োগকারীদের StockNow মাধ্যমে মার্কেট এনালাইসিস এর জন্য স্টকনোও এ রয়েছে ফ্রি youtube resource নিচের লিংক এ ক্লিক করে দেখে নিতে পারেন আপনার পছন্দের এনালাইসিTools ভিডিও 

আমাদের অ্যাপস ব্যবহার করার জন্য ধন্যবাদ। আমরা ক্রমান্বয়ে নতুন নতুন ফিচার যোগ করব।আশা করি আমাদের সাথেই থাকবেন।

Categories
জিজ্ঞাসা

MACD Indicator কিভাবে ব্যবহার করবেন?

MACD Indicator = Moving Average Convergence Divergence. এই ইন্ডিকেটরটি মুভিংএভারেজ কেলকুলেট করার মাধ্যমে ট্রেডারকে নতুন একটি ট্রেন্ড হচ্ছে কিনা তা বুঝতে সাহায্য করে সেটা বুল্লিশই হোক কিংবা বেয়ারিশই হোক। মোটকথা, আমাদের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন কোন ট্রেন্ড হচ্ছে কিনা সেটা ধরতে পারা কারন, সবচেয়ে বেশী প্রফিট মার্কেট ট্রেন্ড থেকেই পাওয়া যায়।

MACD Indicator এ আমরা সাধারণত সেটিংসে তিনটি নাম্বর লক্ষ্য কর থাকি।

* ১ম নাম্বরটি সবচেয়ে Fast মুভিংএভারেজ কেলকুলেট করে থাকে।
* ২য় নাম্বরটি, সবচেয়ে Slow মুভিংএভারেজ কেলকুলেট করে থাকে।
* ৩য় নাম্বরটি হচ্ছে, একটি Bar Chart (Histogram) যেটা Fast এবং Slow মুভিংএভারেজের পার্থক্য কেলকুলেট করে থাকে।

Histogram, সহজে Fast এবং Slow মুভিং এভারেজের পার্থক্য এঁকে দেখায়। আমরা যদি আসল চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যখন দুইটি মুভিং এভারেজ আলাদা হয়ে যাই তখন Histogram বড় হতে থাকে। এটাকে বলা হয় Divergence তার কারন, Fast মুভিং এভারেজ Slow মুভিং এভারেজের থেকে দূরে সরে যেতে থাকে।

যখন মুভিং এভারেজ দুইটি পরস্পর কাছাকাছি চলে আসে তখন Histogram ছোট হতে থাকে। এটাকে বলে Convergence, কারন Fast মুভিং এভারেজ Slow মুভিং এভারেজের কাছাকাছি চলে আসে।
মূলত এটাই হচ্ছে Moving Average Convergence Divergence.

কিভাবে আমরা ট্রেড MACD Indicator ব্যবহার করবো?

যেহেতু এখানে দুইটি মুভিং এভারেজ রয়েছে আলাদা আলাদা স্পীডের স্বাভাবিক ভাবেই Fast মুভিং এভারেজ Slow মুভিং এভেরজের তুলনায় মার্কেট প্রাইসের সাতে তাড়াতাড়ি মুভ করে। যখন মার্কেটে নতুন কোন ট্রেন্ড তৈরি হয় তখন Faster লাইন সবার আগে মুভ করে এবং সে Slower লাইনকে ক্রস করে যায়। যখনি ইনডিকেটোর কোন ক্রসওভার দেখা যায় তখনি আমরা বুঝতে পারি যে মার্কেটে নতুন ট্রেন্ড তৈরি হতে যাচ্ছে।

এই চার্টে আমরা দেখতে পাচ্ছি Fast Line (নীল) তার নিচের Slow Line (লাল) কে ক্রস করে নিচে নেমে যাচ্ছে এবং এটি একটি Sell Trend এর সংকেত দিয়েছে। লক্ষ্য করুন, যেখানে নীল লাইনটি লাল লাইনটিকে ক্রস করেছে সেখানে Histogram (সবুজ লাইন) অদৃশ্য হয়ে গেছে।
এর কারন হচ্ছে, যখন দুইটি লাইন একটি আরেকটিকে ক্রস করে তখন তার ভেলু 0 হয়ে যায় এবং নিচে নামার কারনে Fast Line, Slow Line এর থেকে দূরে সরে যায় আর histogram বড় হতে থাকে যা একটি শক্তিশালী সেল ট্রেন্ডের নির্দেশ করে।