Categories
জিজ্ঞাসা

SPOT MARKET বা স্পট বাজার কী?

স্পট মার্কেট অথবা ক্যাশ মার্কেট হল একটি পাবলিক বাজার যেখানে তাত্ক্ষণিক Settlement এ ব্যবসা হয়। স্পটে ক্রয়ের ক্ষেত্রে নগদেই ক্রয় করতে হয় তাই একে ক্যাশ মার্কেটও বলা হয়। শেয়ার বাজারের ক্ষেত্রে সাধারণত কোন স্টক বিক্রয় করতে মেচুরিটি সময়  T+2  বা ২ কার্যদিবস সময় লাগে ( Z ক্যাটেগরির ক্ষেত্রে 3 কার্যদিবস ) অথচ স্পট বাজারে যে দিন শেয়ার ক্রয় করা হয় তার পরদিনই সে শেয়ারটি বিক্রয় করা যায় ।

স্পট বাজারের লেনদেনও শেয়ার বাজারের অন্য যেকোন স্বাভাবিক দিনের বাজার ও লেনদেনের নিয়মেই ট্রেড প্লাটফর্মে সংঘটিত হয় । এজিএম , ইজিম এবং রেকর্ড ডেটের আগে সাধারণত ২ দিন একটি শেয়ার স্পট মার্কেটে থাকতে পারে , সেক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের সাথে সামঞ্জস্য করে স্পটে থাকার তারিখ ঘোষনা করে কোম্পানি ।

Stock মার্কেট এনালাইসিস পদ্ধতি শিখতে visit করুন StockNow youTube channel  StockNow সকল অফার পেতে এখনই সংযুক্ত হন আমাদের পেইজেনতুন ফিচার অথবা অফার সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন:01720149121,  0160 999 8469  অথবা আমাদে মেইল করতে পারেন[email protected] আমাদের গ্রুপে জয়েন করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *