Technical Analysis is the study of price movement. The analyst usually studies the price action on the stock market by the use of quantitative techniques and charts. By looking at charts, you can identify trends and patterns which can help you find good trading opportunities. Simply put, technical analysis is the study of prices, with charts being the primary tool. The purpose of this type of analysis is to forecast overall price trends. A company's financial statements are less important in this type of analysis. Investors using technical analysis often use the advance-decline line, a tool that determines the difference between the number of stocks dropping in price and the number of stocks rising in price. Investors can create a net advance by subtracting total number of dropping prices from total number of advancing prices. The roots of modern-day technical analysis stem from the Dow Theory developed around 1900 by Charles Dow. And of course, the widely followed Dow Jones Industrial Average is a direct offspring of the Dow Theory. Technical analysis is based on three major conclusions about the market: 1. Price Discounts Everything: 2. Price Moves In Trends 3. Price Movements Are Historically Repetitive
এনগালফিং কি এবং কিভাবে সেট করে
এনগালফিং কি এবং কিভাবে সেট করে সেভ দিবেন জানতে ভিডিওটি দেখুন।https://youtu.be/u9lQs1iDc4U
এনগাল্ফিং বিয়ারিশ প্যাটার্ন হল একটি রিভার্সাল প্যাটার্ন যা সাধারণত একটি নির্দিষ্ট আপট্রেন্ডের শেষে পাওয়া যায় এবং এতে দুটি ক্যান্ডেল থাকে. প্রথম দিনে, এই মোমবাতির প্যাটার্ন একটি ছোট শরীর ব্যবহার করে. তখন এটি এমন এক দিন অনুসরণ করা হয় যখন মোমবাতির শরীর সেই দিন থেকে শুরু হয় আর তার বিপরীত দিকে বন্ধ হয়ে যায়.

ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য , আপনার উত্তরটি হলো মুভিং অ্যাভারেজ সেট করার জন্য আপনাকে StockNow VIP / পেইড ব্যবহারকারী হতে হবে না । stockNow ফ্রি ভার্সনেই আপনি ইচ্ছে মতো মুভিং অ্যাভারেজ সেট করতে পারবেন ।

ফ্লোর প্রাইস এবং ফ্লোরের উপরের স্টক গুলির তালিকা কিভাবে সার্চ করবেন | Floor price and above floor ?জানতে নিচের দেয়া ভিডিও লিংক এ ক্লিক করে দেখে নিন বিস্তারিত https://youtu.be/Xncymhu6l0I
জি না ,
StockNow এপপ্সটি বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে একটি আধুনিক এপস যার মাধ্যমে শেয়ার বিনিয়োগকারীগন খুব সহজে শেয়ার বাজার পর্যবেক্ষণ করে বিনিয়োগ করতে পারবেন , সেই লক্ষ্যে StockNow এ রয়েছে সহজ টুলস সমূহ। হাতের কাছেই এডভান্স সব ফিচার নিয়ে খুব সহজে অল্প সময়ে এনালাইসিস করার সুবিধাআপনাকে মার্কেট এনালাইসিস ও শেয়ার এর গতিবেগ ছাড়াও উত্থান পতনের অবস্থা উপস্থাপন করে থাকে স্মার্ট সার্চ ফান্ডামেলটাল ও এডভাঞ্চ সব টুলস ব্যবহার করে ক্রয় ও বিক্রয় এর সিদ্ধান্ত নিতে সাহায্য তবে শেয়ার ক্রয়, বিক্রয় করা যায় না ।

Harami Candlestick Pattern
আর্টিকেল এর বিষয়সমুহ
- 1. Harami
- 2. গঠন প্রকৃতি
- 3. চিনার উপায়
- 4. Bullish Harami
- 5. Bearish Harami
- 6. অর্থ
- 7. বৈশিষ্ট্য
Harami:টি দুই ক্যান্ডেল বিশিষ্ট একটি জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটির ১ম ক্যান্ডেলটি হবে একটি বড় ক্যান্ডেল এবং ২য় ক্যান্ডেলটি হবে ছোট আকারের যেটি অবস্থান হবে ১ম ক্যান্ডেল এর মাঝ বরাবর। ২য় ক্যান্ডেলটির এর অবস্থান হবে এরকম যাতে করে ১ম ক্যান্ডেলটিকে যদি ২য় ক্যান্ডেলটির উপরে রাখা হয় রাহলে তাহলে এটি দেখা যাবে না।
Harami হচ্ছে একটি জাপানিজ শব্দ যেটির ইংরেজি অর্থ হচ্ছে “conception” কিংবা “pregnant” অর্থাৎ বাংলায় যার অর্থ হচ্ছে “গর্ভধারণ”
এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর ১ম ক্যান্ডলটিকে বলা হয় “Mother” যেটির আকার হবে বড় এবং এটি পরের ক্যান্ডেলটিকে নিজের মধ্যে ধারন করার ক্ষমতা রাখে। এর জন্য এটিকে বলা হয় “pregnant mother”
প্যাটার্ন এর ২য় ক্যান্ডেলটি হতে পারে একটি Spinning Top কিংবা Doji ক্যান্ডেল।
গঠন প্রকৃতি
To top
Harami ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দুই ভাগে ভাগ করা যায়।
- Bullish Harami: এটি একটি বুল্লিশ রিভার্সাল প্যাটার্ন যেটি ডাউনট্রেন্ড এর পর সংগঠিত হয়।
- Bearish Harami: এটি একটি বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন যেটি আপট্রেন্ড এর পর সংগঠিত হয়।


চিনার উপায়
চার্টে এই চার্ট প্যাটার্নটি খুঁজে নেয়ার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। চলুন সেগুলো জেনে নেয়া যাকঃ
- ক্যান্ডেলটি যেকোনো একটি ট্রেন্ডে অবস্থান করবে। সেটি আপট্রেন্ড কিংবা ডাউনট্রেন্ড যেকোনোটিই হতে পারে।
- প্যাটার্ন এর ১ম ক্যান্ডেলটি হবে ট্রেন্ড এর দিকে। অর্থাৎ, যদি আপট্রেন্ডে এই প্যাটার্নটি গঠিত হয় তাহলে ১ম ক্যান্ডেলটি হবে বুল্লিশ কিংবা Buy ক্যান্ডেল অন্যদিকে, ডাউনট্রেন্ডে হলে – বেয়ারিশ কিংবা Sell ক্যান্ডেল।
- ২য় ক্যান্ডেলটি আকারে হবে ছোট যাতে করে ১ম ক্যান্ডেলটি এটিকে সম্পূর্ণরূপে ঢেকে দিতে পারে।এটি বুল্লিশ কিংবা বেয়ারিশ যেকোনো ক্যান্ডেল হতে পারে।
Bullish Harami
- প্রাইস ডাউনট্রেন্ডে থাকবে।
- প্যাটার্ন এর ১ম ক্যান্ডেলটি হবে একটি বড় বেয়ারিশ কিংবা Sell ক্যান্ডেল
- প্যাটার্ন এর ২য় ক্যান্ডেলটি হবে একটি ছোট বুল্লিশ কিংবা Buy ক্যান্ডেল
Bearish Harami
- প্রাইস আপট্রেন্ডে থাকবে।
- প্যাটার্ন এর ১ম ক্যান্ডেলটি হবে একটি বড় বুল্লিশ কিংবা Buy ক্যান্ডেল
- প্যাটার্ন এর ২য় ক্যান্ডেলটি হবে একটি ছোট বেয়ারিশ কিংবা Sell ক্যান্ডেল
অর্থ
মুলত harami ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হচ্ছে একটি রিভার্সাল প্যাটার্ন যেটি ট্রেন্ডের শেষ এর দিকে গঠিত হয়ে থাকে। যেটি মুলত দুই ক্যান্ডেল বিশিষ্ট একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই প্যাটার্ন এর ২য় ক্যান্ডেলটি বুল্লিশ কিংবা বেয়ারিশ যেকোনোটি হতে পারে। তবে প্রায়ই দেখা যায়, ২য় ক্যান্ডেলটি-১ম ক্যান্ডেলের বিপরীতমুখী হয়। তবে সবসময়ই এরকম হবে সেটি নয়।মুল বিষয় হচ্ছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি ট্রেন্ড এর দিকে সংগঠিত হয়েছে কিনা সেটি।
এক্ষেত্রে মনে রাখবেন, যদি এই প্যাটার্নটি চার্টে সাপোর্ট-রেসিস্টেন্স কিংবা ট্রেন্ডলাইন এর কাছাকাছি অবস্থান করে তাহলে শক্তিশালী সিগন্যাল প্রদান করে থাকে।এটি যখন কোনও ডাউনট্রেন্ড এর দিকে সংগঠিত হয় তাহলে এটি একটি বুল্লিশ কিংবা Buy সিগন্যাল প্রদান করে।
বৈশিষ্ট্য
- ক্যান্ডেল এর আকার যত বড় হবে সিগন্যালও হবে ততবেশী শক্তিশালী রিভার্সাল ট্রেন্ড তৈরি করবে।
- বুল্লিশ হারামি, এর ক্ষেত্রে ২য় ক্যান্ডেলটি ১ম ক্যান্ডেল এর যত কাছাকাছি উপরে এসে ক্লোজ হবে ধরে নিতে হবে রিভার্সাল এর সম্ভাবনা ততটাই বেশী।
- বেয়ারিশ হারামি, এর ক্ষেত্রে ২য় ক্যান্ডেলটি ১ম ক্যান্ডেল এর যত কাছাকাছি নিচে এসে ক্লোজ হবে ধরে নিতে হবে রিভার্সাল এর সম্ভাবনা ততটাই বেশী।
প্রতিদিন Top Ten স্টকটিতে থাকতে ভিডিওটি দেখুন। বিস্তারিত জানতে নিচের লিংক এ দেয়া ভিডিওটি দেখুন
Heikin Ashi চার্ট এর সীমাবদ্ধতা

Heikin Ashi Limitations – আগের আর্টিকেলগুলোতে হাইকেন আশি চার্ট এর সাথে সম্পর্কিত বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। যেমন, হাইকেন আশি কি?, সাধারন জাপানিজ ক্যান্ডেলস্টিক চার্ট এর সাথে এটির পার্থক্য, হাইকেন আশি এর ক্যালকুলেশন, কিভাবে হাইকেন আশি চার্ট বুঝবেন এবং কিভাবে রিয়েল ট্রেডে হাইকেন আশি চার্ট ব্যবহার করে ট্রেড করবেন ইত্যাদি।
আজকের আর্টিকেলটিতে এটির কিছু প্রতিবন্ধকতা নিয়ে আপনাদের সাথে আলচনা করবো। অর্থাৎ, Heikin Ashi Limitations আর্টিকেল থেকে জানতে পারবেন, ট্রেডিং এর জন্য সবসময়ই এই কৌশল কাজ করে না। এটির পিছনে মুলে কারন হচ্ছে, যাতে করে আপনারা সহজ এবং বিস্তারিতভাবে এই হাইকেন আশি সম্পর্কে জেনে বুঝে তারপর ট্রেড শুরু করেন। মনোযোগ সহকারে টপিকটি বিস্তারিত পড়ে নেয়ার অনুরধ করছি।
রিয়েল ট্রেডিং এর জন্য অন্যান্য আরও যেসকল টেকনিক্যাল টুলস পাওয়া যায় যেমন ধরুন, বিভিন্ন চার্ট প্যাটার্ন, ইন্ডিকেটর ইত্যাদি মতনও হাইকেন আশি চার্ট এরও কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এখানে “প্রতিবন্ধকতা” অর্থ হচ্ছে, যখন এটি সঠিকভাবে কাজ করতে সক্ষম হয় না। সেটিকে বোঝাতে চেয়েছি। তাহলে চলুন, বিস্তারিত জেনে নেই।
হাইকেন আশির ক্যান্ডেল্গুলো সবসময় আসল প্রাইস চার্টে প্রদর্শন করে না।
সাধারন জাপানিজ ক্যান্ডেলস্টিকগুলো চার্টে সরাসরি প্রাইস এর প্রদর্শন করলেও হাইকেন আশির ক্যান্ডেলস্টিকগুলো সরাসরি সঠিক প্রাইস এর প্রদর্শন করে না। কেননা আমরা জানি, হাইকেন আশি চার্ট এর ক্যান্ডেলগুলো মুলত কাজ করে “প্রাইস এর এভারেজ ক্যাল্কুলেট করার মাধ্যমে”। যার কারনে, এটি কখনোই একটি নির্দিষ্ট টাইমফ্রেম এর মধ্যে ক্যান্ডেল এর নির্দিষ্ট Open কিংবা Close প্রাইস প্রদর্শন করে না।
বুঝতে কষ্ট হচ্ছে নিশ্চয়! চিন্তার কিছুই নেই। চলুন উধারন দেখে নেয়া যাক। তাহলে বিষয়টি আপনাদের জন্য সহজ হয়ে যাবে।
নিচের চিত্রে, মেজর কারেন্সি পেয়ার EUR/USD এর Daily টাইমফ্রেম এর একটি চার্ট আপনাদের সামনে উপস্থাপন করছি। এই চার্টে সাধারন জাপানিজ ক্যান্ডেলস্টিক এর বদলে হাইকেন আশি চার্ট ব্যবহার করা হয়েছে।

অনুগ্রহ করে উপরের চার্টের সর্বশেষ ক্যান্ডেলটির দিকে লক্ষ্য করুন। তাহলে কিছু বিষয় বুঝতে পারবেন-
- ক্যান্ডেল টির রঙ হচ্ছে লাল। যার অর্থ হচ্ছে, ক্যান্ডেলটির Open প্রাইস থেকে Close প্রাইস হচ্ছে নিচে।
- ক্যান্ডেলটির Open প্রাইস ছিল, 1.09005
- ক্যান্ডেলটির Close প্রাইস ছিল, 1.08531
এবার চলুন একই চার্টটি আমরা পুনরায় দেখার চেষ্টা করি, এবার আমরা সাধারন জাপানিজ ক্যান্ডেলস্টিক চার্ট এর ব্যবহার করবো।

অনুগ্রহ করে উপরের চার্টের সর্বশেষ ক্যান্ডেলটির দিকে লক্ষ্য করুন। তাহলে কিছু বিষয় বুঝতে পারবেন-
- ক্যান্ডেলটির রঙ হচ্ছে সবুজ। যার অর্থ হচ্ছে, ক্যান্ডেলটির Close প্রাইস হচ্ছে এটির Open প্রাইস এর উপরে।
- অথচ, আমরা যখন হাইকেন আশি চার্ট ব্যবহার করেছিলাম, তখন দেখেছি লাল ক্যান্ডেল প্রদর্শন করছে। কিন্তু বাস্তবিক অর্থে, EUR/USD কারেন্সি পেয়ারটির প্রাইস ওই দিনের জন্য ঊর্ধ্বমুখী অবস্থানে থেকেই শেষ হয়।
- ক্যান্ডেলটির Open প্রাইস ছিল, 1.08373
- ক্যান্ডেলটির Close প্রাইস ছিল, 1.08706
কি? মাথা খারাপ হয়ে যাচ্ছে? চলুন সহজ করার জন্য বিষয়গুলোকে একটি ডায়াগ্রাম এর মধ্যে দেখার চেষ্টা করি।
| চার্ট এর ধরন | সর্বশেষ ক্যান্ডেল | Open প্রাইস | Close প্রাইস |
| Heikin Ashi Candlestick | Red | 1.09005 | 1.08531 |
| Traditional Candlestick | Green | 1.08373 | 1.08706 |
কোনও পার্থক্য কি বুঝতে পারছেন?
সাধারন ক্যান্ডেলস্টিক চার্টে ক্যান্ডেল সবুজ অবস্থাতে ক্লোজ হলেও হাইকেন চার্ট আমাদের সিগন্যাল দিচ্ছে EUR/USD কারেন্সি পেয়ারটি এখনও ডাউনট্রেন্ড এর মধ্যেই অবস্থান করছে। যেখানে আসলেই কারেন্সি পেয়ারটি ঊর্ধ্বমুখী অবস্থানেই ছিল।
মনে রাখবেন, আপনাকে বুঝতে হবে, চার্টে কোন প্রাইস দেখছেন।
যেহেতু আপনি রিয়েল টাইম মার্কেট প্রাইস এর আসল Open এবং Close প্রাইস দেখতে পারেন না এটি ব্যবহার করে যার কারনে অনেক ট্রেডারই আছে যারা Heikin Ashi কে প্রাইস চার্ট এর বিপরীতে INDICATOR হিসাবে ব্যবহার করে থাকেন।
হাইকেন আশি চার্ট প্রকৃত প্রাইসকে অস্পষ্ট করে ফেলে
রিয়েল ট্রেডিং এর জন্য, ক্যান্ডেল এর ক্লোজিং প্রাইস ট্রেডারদের জন্য অনেকবেশি গুরুত্বপূর্ণ। কিন্তু হাইকেন আশি ক্যান্ডেলস্টিক চার্টে প্রতিটি ক্যান্ডেল এর ক্লোজিং প্রাইস প্রদর্শিত হয়না।
কারন, হাইকেন আশি চার্টের ক্লোজিং প্রাইস ক্যাল্কুলেটেড হয় নিচের ফর্মুলায়ঃ
Close = (Open+High+Low+Close) / 4
অর্থাৎ, আপনি শুধুমাত্র এভারেজ ক্লোজিং প্রাইস দেখতে পাবেন।
অর্থাৎ, চার্টে হাইকেন আশি ব্যবহার করার সময় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, আপনি ক্যান্ডেল এর যেই ক্লোজিং প্রাইসটি দেখছেন সেটি এভারেজ ক্লোজিং প্রাইস। আসল ক্লোজিং প্রাইস নয়।
আপনি যদি রিয়েল টাইম চার্টটিকে হাইকেন আশি চার্ট থেকে পরিবর্তিত করে সাধারন জাপানিজ ক্যান্ডেলস্টিক চার্টে নিয়ে আসেন তাহলেই এই পার্থক্যটি বুঝতে পারবেন।
ডে ট্রেডার কিংবা স্কাল্পার এর জন্য এই চার্ট খুব ভাল কাজ করে না।
যেহেতু হাইকেন আশি ক্যান্ডেলস্টিক কাজ করার জন্য পূর্বের দুইটি ক্যান্ডেল এর প্রাইস এর প্রয়োজন হয় তাই এটির মাধ্যমে কোনও ট্রেডিং কৌশল ব্যবহার করার জন্য কিংবা ট্রেড সেটাপ এর জন্য লম্বা সময়ের প্রয়োজন পরে।
অন্যদিকে, যারা লংটার্ম ট্রেড করতে পছন্দ করেন যেমন, সুইং ট্রেডার কিংবা পজিশন ট্রেডার তাদের অবশ্য এটিতে তেমন কোনও সমস্যা হয়না। কেননা এই ধরনের ট্রেডাররা এন্ট্রি পজিশন গ্রহন কিংবা সেটিকে ক্লোজ করার জন্য প্রচুর সময় ধরে অপেক্ষা করেন। যার কারনে, যদি ট্রেড সেটাপ এর জন্য বেশি সময়ের প্রয়োজনও হয় তাতে খুব বেশি কিছু আসে যায়না।
তবে যারা ছোট সময়ের জন্য ট্রেড করেন, যেমন ডে-ট্রেডার এবং স্কাল্পার যারা আছেন তাদের জন্য এটি একটি ইস্যু হতে পারে। কেননা, এরা খুব ছোট সময়ের জন্য ট্রেডিং করে থাকেন যার ফলে হাইকেন আশি যদি সময় বেশি নেয় ট্রেন্ড বোঝাতে তাহলে সর্বনাশ হয়ে যেতে পারে।

– যুক্ত হউন ইউটিউব চ্যানেলে -https://www.youtube.com/@StockNow/videos
Heikin Ashi Chart – আগের আর্টিকেল গুলোতে আমরা হাইকেন আশি সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য জেনেছি। এটি কি, সাধারন ক্যান্ডেলস্টিক চার্ট এর সাথে এটির পার্থক্য এবং কিভাবে হাইকেন আশি ক্যালকুলেট করতে হয় সে সম্পর্কে। এখন হচ্ছে, আমরা দেখবো কিভাবে এই হাইকেন আশি ট্রেডে আমরা ব্যবহার করবো সে সম্পর্কে। অর্থাৎ, হাইকেন আশি কিভাবে চার্টে ব্যবহার করবেন সেটির ব্যবহার আজ আমরা শিখবো।
প্রথমেই বলে রাখি, প্রফেশনাল ট্রেডাররা এটি মুলত ব্যবহার করেন মার্কেট প্রাইস হুট-হাট কিংবা এলোমেলো মুভমেন্টগুলো থেকে বাঁচার জন্য। আরও স্পষ্ট করে যদি বলি তাহলে বলতে হবে, মার্কেট এর আসল ট্রেন্ড বোঝার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে।
যেহেতু মার্কেট এর এলোমেলো মুভমেন্টগুলোকে হাইকেন আশি ক্যান্ডেলস্টিক চার্ট এর মাধ্যমে বাদ দেয়া যায়, এর কারনে মার্কেট প্রাইস এর বিদ্যমান আসল ট্রেন্ড সম্পর্কে ট্রেডাররা ভাল ধারনা পেয়ে থাকেন। অর্থাৎ, আসল ট্রেন্ড!

আগের আর্টিকেলে আমরা Heikin Ashi Calculation সম্পর্কে বিস্তারিত আলচনা করেছিলাম। যেখানে শিখেছিলাম, এটি মুলত ক্যান্ডেল এর এভারেজ এর মাধ্যমে হিসাব করে চার্ট প্রদান করে থাকে। যার কারনে হাইকেন আশি ক্যান্ডেলগুলোর বিদ্যমান Shadow/Tail গুলো, সাধারন জাপানিজ ক্যান্ডেল এর তুলনায় অনেক কম হয়ে থাকে।
সাধারন জাপানিজ ক্যান্ডেলস্টিক এর মতন যদি ক্যান্ডেল এর উপরে কিংবা নিচে যদি কোনও লম্বা Shadow কিংবা Tail থাকে এটি মুলত শক্তিশালি ট্রেন্ড এর নিরদেশনা প্রদান করে থাকে।
Green candles: যদি হাইকেন আশি এর ক্যান্ডেলগুলোর নিচে কোনও shadow না থাকে তাহলে এটি শক্তিশালী আপট্রেন্ড এর নির্দেশ করে থাকে।
Red candles: যদি হাইকেন আশি এর ক্যান্ডেলগুলোর উপরে কোনও shadow না থাকে তাহলে এটি শক্তিশালী ডাউনট্রেন্ড এর নির্দেশ করে থাকে।

প্রফেশনাল ট্রেডাররা মুলত এটি চার্টে ব্যবহার করেন দুইটি কাজের জন্যঃ
- ট্রেন্ড ডিরেকশন এবং,
- ট্রেন্ড এর শক্তি পরিমাপ করার জন্য।
সুতরাং, আপনি যদি মার্কেট ট্রেন্ড সহজে বুঝতে চান এবং ট্রেন্ডে থেকে প্রফিট গ্রহন করতে চান তাহলেই আপনার জন্য এই Heikin Ashi Chart ।
Heikin Ashi Chart ব্যবহার করে কিভাবে ট্রেন্ড বুঝবেন?
হাইকেন আশি ক্যান্ডেলস্টিক চার্টে আমরা শুধুমাত্র দুই রঙের (লাল এবং সবুজ) মসৃণ ক্যান্ডেল দেখতে পাই। যেখানে, সবুজ রঙের ক্যান্ডেল, আপট্রেন্ড এর নির্দেশ করে এবং লাল রঙের ক্যান্ডেল ডাউনট্রেন্ড এর নির্দেশনা প্রদান করে থাকে। নিচের চার্টে এর অর্থ খুজে পাবেন।

Heikin Ashi Chart এর মাধ্যমে ট্রেন্ড এর শক্তি নিরূপণ
মার্কেট ট্রেন্ড এর শক্তি পরিমাপ করার জন্য মুলত এর ক্যান্ডেল এর Shadow কিংবা Tail কাজ করে থাকে। অর্থাৎ আপনি চার্টে ক্যান্ডেল Shadow এর দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন বিদ্যমান মার্কেট ট্রেন্ড এর শক্তি কি রকমের আছে। নিচের চিত্রটি ভাল করে লক্ষ্য করুন।

চিত্রটি ভাল করে লক্ষ করে বুঝতে পারেন, অনেকগুলো সবুজ রঙের ক্যান্ডেল রয়েছে যেটির নিচে কোনও Shadow কিংবা Tail নেই। লাল রঙের ক্যান্ডেলগুলোর ক্ষেত্রে ঠিক এর বিপরীত অর্থাৎ, উপরে কোনও Shadow কিংবা Tail নেই।
অর্থাৎ, ট্রেন্ড এর সময় ক্যান্ডেলগুলো বিপরীতদিকে কোনও Shadow প্রদান করে না।
যখন দেখবেন, ক্যান্ডেলে কোনও Shadow কিংবা Tail নেই তখন বুঝবেন, প্রাইস শক্তিশালী ট্রেন্ডে রয়েছে।
সুতরাং, Heikin Ashi Chart টার্মিনালে ব্যবহার করে বিদ্যমান ট্রেন্ড এর শক্তি নিরূপণ করার জন্য শুধুমাত্র আপনাকে দেখতে হবে বিদ্যমান ক্যান্ডেলগুলোতে কি কোনও Shadow রয়েছে কিনা!
যেসকল ক্যান্ডেলগুলোতে কোনও shadow থাকে না সেগুলোকে ট্রেডিং এর ভাষায় বলা হয়ে থাকে “shaved candles“।
ক্যান্ডেল এর যেদিকে কোনও shadow থাকে না সেগুলোকে আবার ভিন্ন নামেও ডাকা হয়ে থাকে। যেমন ধরুন, এই নিচের চিত্রটি।

অর্থাৎ, যেই ক্যান্ডেলের নিচে কোনও Shadow না থাকে তাহলে তাকে ডাকা হয় “shaved bottom“ নামে। এবং যেই ক্যান্ডেলের উপরে কোনও Shadow না থাকে তাহলে তাকে ডাকা হয় “shaved head“ নামে।
একটি বিষয় সবসময়ই মনে রাখবেন, Heikin Ashi Chart এর বিদ্যমান ক্যান্ডেলগুলোর রঙ যাই হোক না কেন এটিতে আমাদের দেখতে হবে ক্যান্ডেলগুলো কি আকৃতির গঠিত হচ্ছে। অর্থাৎ, এর উপরে কিংবা নিচে কোনও Shadow আছে কিনা। এতে করে আপনি ভবিষ্যৎ প্রাইস এবং ট্রেন্ড সম্পর্কে কিছুটা ধারনা পেতে পারেন।
